ওয়েব ডেস্ক ৬ই মে ২০১৯: সবার আকর্ষণ ছিল ব্যারাকপুরের ভোট নিয়ে , কারণ অর্জুন সিংহের অপারেশন দেখার অপেক্ষায় ছিল জনগণ । একদিন আগেই অর্জুন সিংহ বলেছিলেন তিনি অপারেশন চালাবেন , কিন্তু ভাবেননি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মরুদ্যান এখানে গুন্ডামি চলেনা , আর বরদাস্তও করা হয়না । নিয়ম মেনেই ভোট হয় , সিপিএমের জমানার মতো রিগ্গিং চলেনা ।
আর হয়তো কিছুটা হতাশ হয়েই অর্জুন সিংহ অর্জুন সিংহ নিরাপত্তা রক্ষীদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পরেন। আর এই ধস্তাধস্তিতেই তার মুখে একটু কেটে যায় যার জন্য রক্ত বেরোতে শুরু করে । আর এই রক্তকে ইস্যু করেই তিনি সব দোষ তৃণমূল কংগ্রেসের ওপর চাপিয়ে দেন , তিনি মিথ্যে অভিযোগ করেন তৃণমূলের কর্মীরাই তার মুখ ফাটিয়ে দিয়েছে । কিন্তু সূত্রের খবর
অনুসারে নিরাপত্তা রক্ষীদের সাথে ধস্তা ধস্তিতেই অর্জুন সিংহ মুখে সামান্য চোট পান । কথা উঠছে , অর্জুন সিংহ বিজেপিতে যাওয়ার পর মিথ্যে কথাটাই কি তিনি বলতে শিখেছেন ? আর শিখবেন নাই বা কেন , তার "মেন্টর" তো মিস্টার রায় ।
আর হয়তো কিছুটা হতাশ হয়েই অর্জুন সিংহ অর্জুন সিংহ নিরাপত্তা রক্ষীদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পরেন। আর এই ধস্তাধস্তিতেই তার মুখে একটু কেটে যায় যার জন্য রক্ত বেরোতে শুরু করে । আর এই রক্তকে ইস্যু করেই তিনি সব দোষ তৃণমূল কংগ্রেসের ওপর চাপিয়ে দেন , তিনি মিথ্যে অভিযোগ করেন তৃণমূলের কর্মীরাই তার মুখ ফাটিয়ে দিয়েছে । কিন্তু সূত্রের খবর
অনুসারে নিরাপত্তা রক্ষীদের সাথে ধস্তা ধস্তিতেই অর্জুন সিংহ মুখে সামান্য চোট পান । কথা উঠছে , অর্জুন সিংহ বিজেপিতে যাওয়ার পর মিথ্যে কথাটাই কি তিনি বলতে শিখেছেন ? আর শিখবেন নাই বা কেন , তার "মেন্টর" তো মিস্টার রায় ।
No comments:
Post a Comment