Sunday, 12 May 2019

বুথের ভেতর বিসৃঙ্খলার চেষ্টা ভারতী ঘোষের , তুলছিলেন ছবিও , উপযুক্ত ব্যবস্থা নিল নির্বাচন কমিশন

ওয়েব ডেস্ক ১২ই মে ২০১৯: ভারতী ঘোষ বোধয় ভুলে গেছেন তিনি এখন আর আই পি এস আধিকারিক নন । তিনি হয়তো ভুলে গেছেন , তিনি আর পুলিশের চাকরিতে নেই । একটা সময় মানুষকে ভয় দেখিয়ে অনেক কিছুই করিয়ে নিয়ে ছিলেন , এবার যে তা সম্ভব নয় , সেটাও হয়তো ভুলে গিয়েছিলেন । প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভারতী ঘোষের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করার অভিযোগ উঠল। অভিযোগ, কেশপুরের দোগাছিয়ার একটি বুথে ছাপ্পা ভোট চলার দাবিতে সেখানে গিয়ে চেঁচামেচি জোড়েন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। এরপরই সেখানকার স্থানীয় বাসিন্দারা ভারতীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন।
তাঁর গাড়ি ভাঙচুর করে ইটবৃষ্টি করা হয়। গন্ডগোলের মাঝে পড়ে সংবাদমাধ্যমের একাধিক গাড়িও ভাঙচুর করা হয়েছে। জনতার ইটের আঘাতে মাথা ফেটে গিয়েছে ভারতীর নিরাপত্তারক্ষী, সিআইএসএফ–এর এক জওয়ানের। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইভাবে কেশপুরেরই চাঁদখালির একটি বুথেও ভারতীর বিরুদ্ধে  নির্বাচন কমিশনের দ্বারস্থ না হয়ে জোর করে বুথের ভিতর নিজের দলের এজেন্ট বসানোর অভিযোগ ওঠে। বাধা দিলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগও উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ওই এলাকারই ১৩৯ নম্বর বুথের ভিতরে তাঁকে ভিডিওগ্রাফি করতেও দেখা যায়। বুথের ভিতর ভিডিওগ্রাফির জন্য নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ভারতী ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। জেলা প্রশাসনকে ভারতীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিশন। ‌‌‌স্বভাবতই সাধারণ মানুষ যারা ভারতী ঘোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তারা উল্লসিত ।

No comments:

Post a Comment

loading...