Sunday, 12 May 2019

ভারতী ঘোষের নির্দেশেই তৃণমূল কর্মীর ওপর গুলি চালালো সিআইএসএফ

ওয়েব ডেস্ক ১২ই মে ২০১৯: প্রথম থেকেই বিসৃঙ্খলা সৃষ্টি করছিলেন  ভারতী ঘোষ ,  আর এরই জন্য সাধারণ মানুষ খেপে যান ।তারা প্রতিরোধ গড়ে তোলেন , আর এই প্রতিরোধটাই ভারতী ঘোষ মেনে নিতে পারেননি ।তিনিও প্রচন্ড উত্তেজিত অবস্থায় গ্রামবাসীদের উদ্দেশ্যে তেড়ে যান ।
আর তখনি ভারতী ঘোষ তার নিরাপত্তা রক্ষীকে নির্দেশ দেন গুলি চালানোর জন্য ।

সেই গুলিতেই এক তৃণমূল কর্মী জখম হয়েছেন। জখম তৃণমূল কর্মীর নাম বখতিয়ার খান। আহতের পরিবারের দাবী, ভারতীর দেহরক্ষীরাইগুলি চালিয়েছিলেন। তাঁরা টানা ৫ রাউন্ড গুলি চালিয়েছেন বলে দাবী পরিবারের। আর সেই গুলিতেই বখতিয়ারবাবু জখম হয়েছেন।
যদিও পুলিশের একটি সূত্রে খবর, ওই ব্যক্তি গুলিতেই জখম হয়েছেন। তাঁর ডান হাতের ডানার কাছে গুলি লাগে। এর জেরে ব্যাপক রক্তপাত হয় তাঁর। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল।   

No comments:

Post a Comment

loading...