ওয়েব ডেস্ক ৫ই মে ২০১৯: কদর্য ভাষাতে কথা বলাটাই কি এবার বিজেপির প্রধান ইউএসপি ? সেটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে আগামী দিনে রাজনৈতিক পরিস্তিতি যে খারাপ থেকে খারাপ হবে সেটা এখন থেকেই বলে দেওয়া যায়। এটা কখনোই স্বাস্থকর পরিবেশের উপযোগী নয়। বেশিরভাগ বিজেপি নেতারাই যখন রকে বসা গুন্ডাদের মতো আচরণ করছেন তখন বরুন গান্ধী বা কেন পিছিয়ে থাকবেন ? তিনিও শুরু করে দিলেন তার কদর্য ভাষা ।
প্রসঙ্গত বিএসপি প্রার্থী ও তাঁর ভাইকে আক্রমণ করতে গিয়ে এমন শব্দচয়ন করলেন, যার ফলে বিতর্ক মাথাচাড়া দিল। বরুণ গান্ধী নিজের কেন্দ্র সুলতানপুরে ভাষণ দিতে গিয়ে কেন এই ভাষা প্রয়োগ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি বলেন, নিজের জুতোর ফিতে খুলে দেওয়ার মতো লোক তিনি পেয়েছেন। জনসত্তা কাগজে শুক্রবার এই খবর প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বক্তৃতা ভাইরাল হয়েছে। তাঁর মন্তব্য কি তাঁর ঔদ্ধত্যের প্রকাশ নয়? একইসঙ্গে প্রশ্ন উঠছে তাঁর রাজনৈতিক পরিণতি নিয়ে।বরুণ গান্ধী সুলতানপুরের সাংসদ। তাঁর মা মানেকা গান্ধী পিলভিটের সাংসদ।বরুণ গান্ধী বহুজন সমাজ পার্টির চন্দ্রা ভদ্রা সিং যিনি সনু সিং নামে পরিচিত, তাঁকে আক্রমণ করতে গিয়ে এই ভাষা প্রয়োগ করেন। সনু সিং প্রাক্তন বিধায়ক। প্রভাবশালী মনু সিংয়ের ভাই।বৃহস্পতিবার নিজের বক্তৃতায় বরুণ গান্ধী বলেন, ভগবানকে ভয় পাবেন, অন্য কাউকে নয়। এই পৃথিবীতে এমন কেউ নেই, যে আপনার ক্ষতি করতে পারে। মানুষ তাঁর কৃতকর্মের জন্য, অপরাধ করার জন্য ভয় পাবে। মনু বা টনু কাউকে ভয় পাওয়ার নেই। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি সঞ্জয় গান্ধীর ছেলে। এরকম লোকেরা আমার জুতের ফিতে খুলে দেয়। বিএসপি প্রার্থী কি করেছেন আর কি করেননি সেটা প্রমান সাপেক্ষ ব্যাপার তবে একজন প্রার্থী হয়ে আর
একজনকে এভাবে অপমান করা যে একেবারেই উচিত হয়নি সেটা রাজনৈতিক মহলে সমবেত ঐক্যমত ।
প্রসঙ্গত বিএসপি প্রার্থী ও তাঁর ভাইকে আক্রমণ করতে গিয়ে এমন শব্দচয়ন করলেন, যার ফলে বিতর্ক মাথাচাড়া দিল। বরুণ গান্ধী নিজের কেন্দ্র সুলতানপুরে ভাষণ দিতে গিয়ে কেন এই ভাষা প্রয়োগ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি বলেন, নিজের জুতোর ফিতে খুলে দেওয়ার মতো লোক তিনি পেয়েছেন। জনসত্তা কাগজে শুক্রবার এই খবর প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বক্তৃতা ভাইরাল হয়েছে। তাঁর মন্তব্য কি তাঁর ঔদ্ধত্যের প্রকাশ নয়? একইসঙ্গে প্রশ্ন উঠছে তাঁর রাজনৈতিক পরিণতি নিয়ে।বরুণ গান্ধী সুলতানপুরের সাংসদ। তাঁর মা মানেকা গান্ধী পিলভিটের সাংসদ।বরুণ গান্ধী বহুজন সমাজ পার্টির চন্দ্রা ভদ্রা সিং যিনি সনু সিং নামে পরিচিত, তাঁকে আক্রমণ করতে গিয়ে এই ভাষা প্রয়োগ করেন। সনু সিং প্রাক্তন বিধায়ক। প্রভাবশালী মনু সিংয়ের ভাই।বৃহস্পতিবার নিজের বক্তৃতায় বরুণ গান্ধী বলেন, ভগবানকে ভয় পাবেন, অন্য কাউকে নয়। এই পৃথিবীতে এমন কেউ নেই, যে আপনার ক্ষতি করতে পারে। মানুষ তাঁর কৃতকর্মের জন্য, অপরাধ করার জন্য ভয় পাবে। মনু বা টনু কাউকে ভয় পাওয়ার নেই। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি সঞ্জয় গান্ধীর ছেলে। এরকম লোকেরা আমার জুতের ফিতে খুলে দেয়। বিএসপি প্রার্থী কি করেছেন আর কি করেননি সেটা প্রমান সাপেক্ষ ব্যাপার তবে একজন প্রার্থী হয়ে আর
একজনকে এভাবে অপমান করা যে একেবারেই উচিত হয়নি সেটা রাজনৈতিক মহলে সমবেত ঐক্যমত ।
No comments:
Post a Comment