ওয়েব ডেস্ক ১০ই মে ২০১৯: যত সময় যাচ্ছে বাংলায় বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তার কুরুচিকর মন্তব্য করেই চলেছেন । ভদ্রতার কোনো ধার ধারছেন্না । তার মুখে যা আসছে উনি তাই বলে চলেছেন । এবার শাসক দলের উদ্দেশ্যে উনি যা বললেন তা কানে শোনাও পাপ বলে মনে করেন অনেকে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের জঙ্গলমহলকে মাওবাদী মুক্ত করার ‘কৃতিত্ব’ দাবি করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অতি মুন্সিয়ানার সহিত এই কাজটি করেছিল রাজ্য সরকার ।
শুভেন্দু অধিকারীর মুখে এই মুন্সিয়ানার কথা শোনার পর তেতে যান বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন "গুন্ডা-পুলিশকে দিয়ে বিজেপিকে আটকাবেন তো? বুকের উপর পা দিয়ে রাজনীতি করব। তমলুকে বলে যাচ্ছি একথা। ওঁরা ঠিক করুন, ২৩ মে-র পর কী করবেন! ওড়িশাতে জায়গা চাইলে খোঁজ করে দেব। না হলে জগন্নাথ দেখিয়ে বিহার-ঝাড়খণ্ডে পাঠিয়ে দেব। এই দাদাগিরি-জমিদারি আমি ভাঙব। আজ যাঁরা আক্রমণ করছে, ২৩ তারিখের পর তাঁদের পাড়া থেকে বের করে এনে পিটিয়ে মারব। যাঁর দম থাকবে, সে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানাক’’।তার এই সংলাপ পাড়ার গুণ্ডারের মতো বলেই মনে করেন নেটিজেনদের একটা বড় অংশ ।দিকে দিকে দিলীপ বাবুর উদ্দেশ্যে নিন্দা বইতে থাকে । অনেকের এমনও জিজ্ঞাস্য , দিলীপ ঘোষ তার মানসিক ভারসাম্য হারাননি তো ? এর থেকে দিলীপ ঘোষের কাছে অপমান জনক আর কি হতে পারে ?
শুভেন্দু অধিকারীর মুখে এই মুন্সিয়ানার কথা শোনার পর তেতে যান বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন "গুন্ডা-পুলিশকে দিয়ে বিজেপিকে আটকাবেন তো? বুকের উপর পা দিয়ে রাজনীতি করব। তমলুকে বলে যাচ্ছি একথা। ওঁরা ঠিক করুন, ২৩ মে-র পর কী করবেন! ওড়িশাতে জায়গা চাইলে খোঁজ করে দেব। না হলে জগন্নাথ দেখিয়ে বিহার-ঝাড়খণ্ডে পাঠিয়ে দেব। এই দাদাগিরি-জমিদারি আমি ভাঙব। আজ যাঁরা আক্রমণ করছে, ২৩ তারিখের পর তাঁদের পাড়া থেকে বের করে এনে পিটিয়ে মারব। যাঁর দম থাকবে, সে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানাক’’।তার এই সংলাপ পাড়ার গুণ্ডারের মতো বলেই মনে করেন নেটিজেনদের একটা বড় অংশ ।দিকে দিকে দিলীপ বাবুর উদ্দেশ্যে নিন্দা বইতে থাকে । অনেকের এমনও জিজ্ঞাস্য , দিলীপ ঘোষ তার মানসিক ভারসাম্য হারাননি তো ? এর থেকে দিলীপ ঘোষের কাছে অপমান জনক আর কি হতে পারে ?
No comments:
Post a Comment