Friday, 17 May 2019

গডসের জন্যই নাকি গান্ধীজি মহান হয়েছিলেন , এহেন মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক

ওয়েব ডেস্ক ১৭ই মে ২০১৯:বিজেপির নেতা মন্ত্রীদের বিতর্কিত মন্তব্য যেন শেষই হতে চাইছেনা । যে যার মতো নিজের কথা বলেই চলেছে । এবার  গডসে–গান্ধী সমন্ধে  এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন দিল্লির বিজেপি বিধায়ক কপিল মিশ্র। দেশজুড়ে চলা বিতর্কের মাঝেই জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়ে বিরূপ মন্তব্য করলেন তিনি। টুইটারে একটি পোস্টে তিনি লেখেন, ‘‌গডসে যদি গান্ধীজিকে না মারত, তাহলে বাপু দেশে এতটা মহান এবং বড় হতে পারতেন না।

বাপুর নামে যে ব্যবসা চলছে তাও চলত না। নকল গান্ধী হয়ে যাঁরা দেশ চালাচ্ছে, তাঁরাও সেটা করতে পারতেন না। এই হত্যাই বাপুকে মহান বানিয়েছে, আর সে কারণে এই কাজ হয়েছিল সেই ভাবনাটাকে চাপা দিয়েছে। জীবনের শেষদিকে এসে বাপু নিজেকে পাকিস্তান এবং পাকিস্তানি ভাবনার প্রতি সমর্পণ করেছিলেন। নিজের অহিংসার সিদ্ধান্তকে মহান বানানোর একটি লোভ তাঁর চোখ বেঁধে দিয়েছিল।’ এখানেই শেষ নয়, তিনি আরও লিখেছেন, ‘হত্যার কারণেই বাপুর বিরুদ্ধে কোনও কথা বলা দেশে অপরাধ। বেঁচে থাকলে যে পথে তিনি হেঁটেছেন, সেটা বেশিদিন সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হত না। এখন যেমন গডসের বিচারধারা নিয়ে আলোচনা করতে মুশকিল হয়, তখন বাপুর চিন্তাধারা নিয়ে আলোচনা করতে মুশকিল হত।‌’‌‌ এছাড়াও গোটা পোস্টটিতে আরও অনেক বিরূপ মন্তব্য করতে তাঁকে দেখা গিয়েছে। আর এরপরই দেশজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

No comments:

Post a Comment

loading...