ওয়েব ডেস্ক ২রা মে ২০১৯: নরেন্দ্রমোদির "আচ্ছে দিন আনেওয়ালে হে " জখম জুমলা ছাড়া কিছুই ছিলনা , তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিগত ৩ বছরে ১ লক্ষ ৬০ হাজারের কর্মসংস্থান করেছেন আই টি সেক্টরে । না, কোনওরকম মনগড়া হিসেব নয়, ন্যাশনাল আর্কাইভের তথ্যই বলছে, তৃণমূলের তরফে প্রকাশিত খবরে কোনও জল মেশানো নেই।এই প্রসঙ্গে মন্ত্রী ব্রাত্য বসু বলেন,কথা দিয়েও দেশবাসীকে নিরন্তর ঠকিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নোটবন্দির পরে প্রতিশ্রুতি মতো ১৫ লক্ষ টাকা কারোর অ্যাকাউন্টেই যায়নি। ২০১৪-র ভোটে দুকোটি ভারতীয়কে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন মোদি। কিন্তু চাকরি দূরে থাক উল্টে দুকোটি লোকের চাকরি গিয়েছে তাঁর জমানায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মোদির ঠিক উল্টো, কথা দিয়ে কথা রাখেন তিনি। জিএসটি নোটবন্দির জমানাতেও বাংলার যুবসমাজের জন্য সাধ্যমতো কর্মসংস্থানের বন্দোবস্ত করেছেন। এই মুহূর্তে উইপ্রো-তে চাকরি করছে ১০ হাজার কর্মী, টিসিএসে ৪১ হাজার, আইবিএমে- ১৫ হাজার, কগনিজেন্টে ২০ হাজার, আইটিসি ইনফোটেকের নতুন পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। খুব শিগগির সেখানেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। রাজ্যে জিও-র ক্যাম্পাস তৈরির কাজ শেষ হল বলে। তাহলে আরও কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
নোটবন্দির পরে প্রতিশ্রুতি মতো ১৫ লক্ষ টাকা কারোর অ্যাকাউন্টেই যায়নি। ২০১৪-র ভোটে দুকোটি ভারতীয়কে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন মোদি। কিন্তু চাকরি দূরে থাক উল্টে দুকোটি লোকের চাকরি গিয়েছে তাঁর জমানায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মোদির ঠিক উল্টো, কথা দিয়ে কথা রাখেন তিনি। জিএসটি নোটবন্দির জমানাতেও বাংলার যুবসমাজের জন্য সাধ্যমতো কর্মসংস্থানের বন্দোবস্ত করেছেন। এই মুহূর্তে উইপ্রো-তে চাকরি করছে ১০ হাজার কর্মী, টিসিএসে ৪১ হাজার, আইবিএমে- ১৫ হাজার, কগনিজেন্টে ২০ হাজার, আইটিসি ইনফোটেকের নতুন পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। খুব শিগগির সেখানেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। রাজ্যে জিও-র ক্যাম্পাস তৈরির কাজ শেষ হল বলে। তাহলে আরও কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
No comments:
Post a comment