ওয়েব ডেস্ক ১০ই মে ২০১৯: হটাৎ করে বিজেপির বৃদ্ধি এ রাজ্যে , অনেক সাধারণ মানুষকেই হতচকিত করেছে । এটা সবারই জানা সিপিএমের ক্যাডারেরা পিঠ বাঁচাতে বিজেপিতে যোগ দিয়েছে আলিমুদ্দিনের মদতে কিন্তু এটা অনেকেরই অজানা বিজেপির দেদার টাকা ছড়াচ্ছে এই বাংলায় পা জমানোর জন্য ।
আজ অশোকনগরের সভায় মমতা বলেন, ‘‘কেন নির্বাচনে এত টাকা খরচ হচ্ছে? কেন হাওয়ালা মারফৎ টাকা এধার-ওধার যাচ্ছে। তাঁদের ধরা উচিট ছিল। কালকেও দেখেছেন বিজেপির কোনও প্রার্থী টাকা নিয়ে ধরা পড়েছেন। আজও অনেক নেতা টাকা বিলোতে গিয়েছেন। প্রচার শেষ হলেই সারা রাত ধরে টাকা বিলি করা হচ্ছে। ভোট কিনতে টাকা ছড়াচ্ছে বিজেপি’’।প্রসঙ্গত, গতরাতে পশ্চিম মেদিনীপুরের পিংলায় লক্ষাধিক নগদ টাকা-সহ আটক করা হয় ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে। ভোট কিনতে টাকা ছড়াচ্ছে ভারতী, এমন অভিযোগে ভারতীকে গ্রেফতারের দাবি করেছে তৃণমূল।বিকেলের খবর অনুসারে ভারতী ঘোষের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে । তবে এটা ঠিক বিজেপি আসার পর বাংলায় টাকার রাজনীতি চল টা শুরু হয়েছে যেটা আগে ছিলনা ।
আজ অশোকনগরের সভায় মমতা বলেন, ‘‘কেন নির্বাচনে এত টাকা খরচ হচ্ছে? কেন হাওয়ালা মারফৎ টাকা এধার-ওধার যাচ্ছে। তাঁদের ধরা উচিট ছিল। কালকেও দেখেছেন বিজেপির কোনও প্রার্থী টাকা নিয়ে ধরা পড়েছেন। আজও অনেক নেতা টাকা বিলোতে গিয়েছেন। প্রচার শেষ হলেই সারা রাত ধরে টাকা বিলি করা হচ্ছে। ভোট কিনতে টাকা ছড়াচ্ছে বিজেপি’’।প্রসঙ্গত, গতরাতে পশ্চিম মেদিনীপুরের পিংলায় লক্ষাধিক নগদ টাকা-সহ আটক করা হয় ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে। ভোট কিনতে টাকা ছড়াচ্ছে ভারতী, এমন অভিযোগে ভারতীকে গ্রেফতারের দাবি করেছে তৃণমূল।বিকেলের খবর অনুসারে ভারতী ঘোষের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে । তবে এটা ঠিক বিজেপি আসার পর বাংলায় টাকার রাজনীতি চল টা শুরু হয়েছে যেটা আগে ছিলনা ।
No comments:
Post a Comment