ওয়েব ডেস্ক ৩রা মে ২০১৯: যেটা সত্যি সেটা চিরকালই সত্যি থাকবে , সেটা ভুল প্রমান করার কোনো জায়গা নেই ।‘আগে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ৪০০ টাকা। মোদির আমলে গ্যাসের দাম হয়েছে ১০০০ টাকা। ৬০০ টাকা বাড়িয়েছে,’ নিউটাউনে দলীয় প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে এই ভাষাতেই নরেন্দ্র মোদি সরকারকে ঠুকলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
পেট্রোপণ্যের চড়া মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি সরকারকে তুলোধনা করে বললেন, যখন আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম কমেছে তখনও ভারতে গ্যাস, ডিজেল, পেট্রোলের দাম প্রায় প্রতিদিনই বাড়ছে। বিজেপিকে দাঙ্গাবাজদের দল এবং বিভাজনের নীতিতে বিশ্বাসী বলে কটাক্ষ করে মমতার মন্তব্য, ‘মিথ্যা কথা বলা ধর্ম, দাঙ্গা করা কর্ম। এটাই রাজনৈতিক আদর্শ ওদের।’ এদিন নিউটাউনের প্রচারমঞ্চে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুজিত বসু, শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, সল্টলেক পুরসভার মেয়র সব্যসাচী দত্ত সহ তৃণমূলের শীর্ষ নেতানেত্রীরা।
পেট্রোপণ্যের চড়া মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি সরকারকে তুলোধনা করে বললেন, যখন আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম কমেছে তখনও ভারতে গ্যাস, ডিজেল, পেট্রোলের দাম প্রায় প্রতিদিনই বাড়ছে। বিজেপিকে দাঙ্গাবাজদের দল এবং বিভাজনের নীতিতে বিশ্বাসী বলে কটাক্ষ করে মমতার মন্তব্য, ‘মিথ্যা কথা বলা ধর্ম, দাঙ্গা করা কর্ম। এটাই রাজনৈতিক আদর্শ ওদের।’ এদিন নিউটাউনের প্রচারমঞ্চে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুজিত বসু, শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, সল্টলেক পুরসভার মেয়র সব্যসাচী দত্ত সহ তৃণমূলের শীর্ষ নেতানেত্রীরা।
No comments:
Post a comment