ওয়েব ডেস্ক ১৭ই মে ২০১৯: বিজেপির চোখের মণি সাধ্বী প্রজ্ঞা নাথুরাম গোডসেকে এমনই ওপরে তুলে দিয়েছিলেন যার জন্য পুরো বিজেপি দলটাকেই অপ্রস্তুত অবস্থায় পড়তে হয় । সেই সঙ্গে শুরু হয় দেশ জুড়ে সমালোচনা । কি বলেছিলেন সাধ্বী প্রজ্ঞা?সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর মহাত্মা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘প্রকৃত দেশপ্রেমিক’ বলে প্রশংসা করেন । সারা দেশ জুড়ে তীব্র সমালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র অসন্তোষ প্রকাশ করেন , তিনি জানিয়ে দেন সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুরকে কোনো দিনও তিনি ক্ষমা করবেননা ।
প্রসঙ্গত সাধ্বীকে ভোপাল লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। রবিবার লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের প্রাক্কালে মালেগাঁও বিস্ফোরণ মামলার অভিযুক্ত প্রজ্ঞার গডসে বন্দনায় প্রবল অস্বস্তিতে পড়ে ইতিমধ্যে তাঁর মন্তব্য থেকে দূরত্ব তৈরি করেছে বিজেপি। এটা দলের অবস্থান নয় বলে স্পষ্ট করেছে তারা। প্রজ্ঞাও গতকালই ক্ষমা চেয়ে মন্তব্য প্রত্যাহার করেছেন। কিন্তু তারপরও বিতর্কের ইতি হয়নি। এবার স্বয়ং প্রধানমন্ত্রী মুখ খুলে নির্বাচনী প্রচারের শেষদিন একটি টিভি চ্যানেলকে জানান, প্রজ্ঞার মন্তব্য সমাজের পক্ষে ক্ষতিকর।বিদ্যজনেদের একাংশের অভিমত , এতো ভূতের মুখে রাম রামের গল্প ।
প্রসঙ্গত সাধ্বীকে ভোপাল লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। রবিবার লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের প্রাক্কালে মালেগাঁও বিস্ফোরণ মামলার অভিযুক্ত প্রজ্ঞার গডসে বন্দনায় প্রবল অস্বস্তিতে পড়ে ইতিমধ্যে তাঁর মন্তব্য থেকে দূরত্ব তৈরি করেছে বিজেপি। এটা দলের অবস্থান নয় বলে স্পষ্ট করেছে তারা। প্রজ্ঞাও গতকালই ক্ষমা চেয়ে মন্তব্য প্রত্যাহার করেছেন। কিন্তু তারপরও বিতর্কের ইতি হয়নি। এবার স্বয়ং প্রধানমন্ত্রী মুখ খুলে নির্বাচনী প্রচারের শেষদিন একটি টিভি চ্যানেলকে জানান, প্রজ্ঞার মন্তব্য সমাজের পক্ষে ক্ষতিকর।বিদ্যজনেদের একাংশের অভিমত , এতো ভূতের মুখে রাম রামের গল্প ।
No comments:
Post a Comment