Saturday, 18 May 2019

মুসলিম যুবককে কান ধরে উঠবস করালেন বিজেপি নেত্রী, পড়ুন

ওয়েব ডেস্ক ১৮ই মে ২০১৯:  দেশের মানুষ একটা ব্যাপারে ঐক্যমত । বিজেপি যে ভাবে মানুষের বিপুল ভোট নিয়ে দিল্লির মসনদে বসেছিল , তাতে কাজ করার জায়গা অনেক ছিল , কিন্তু গোড়া হিন্দুত্ত্বের জন্য নিজেদের ভাবমূর্তিকেই প্রতি পদে পদে নষ্ট করেছে বিজেপি নেতা , নেত্রীরা । এবার আবার সেরকম কিছু করে দেখাল বিজেপির নেত্রী , যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে । প্রসঙ্গত ছেলেটা হাতে ডোর বেঁধেছিল। এটাই তার অপরাধ। এই ডোর হিন্দুদের ধর্মীয় প্রতীক। নানা পুজো অর্জনায় এই ডোর বাঁধা হয়। এক মুসলিম যুবক ডোর বাঁধার মতো অপরাধ করায় তাঁকে প্রকাশ্যে কান ধরে ওঠ বস করালেন আলিগড়রের বিজেপির প্রাক্তন মেয়র। যোগীর রাজ্যে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গেছে। এই শতকেও ধর্মীয় গোঁড়ামি কতটা নির্মম হতে পারে তার প্রমাণ এই ঘটনা!
ক্যামেরার চোখ এড়ায়নি দৃশ্য। এক মুসলিম যুবকের হাতে বাঁধা ডোর। আলিগড়ে বিজেপি নেত্রী শকুন্তলা ভারতী মুসলিম যুবককে কান ধরে ওঠ বস করাচ্ছেন। শুধুমাত্র শাস্তি দিয়ে খান্ত থাকেননি বিজেপি নেত্রী। তাঁর অভিযোগ, ওই যুবক এলাকার মেয়েদের উত্যক্ত করে। ছেলেটি জানিয়েছে, আজমেড় শরিফ দরগা থেকে সে এই ডোর হাতে পড়েছে। তা সত্ত্বেও তাকে রেহাই দেওয়া হয়নি। ২০১৬ সালে এলাকায় সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়ালে তখনও নাম জড়িয়েছিল এই বিজেপি নেত্রীর। আবার এই ঘটনা তাঁকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। ধর্মকে কেন্দ্র করে বারেবারে বিতর্কে জড়াচ্ছেন তিনি।বিদ্যজনেদের একাংশের অভিমত ২৩শে মে'র পর উনি আর এসবের মধ্যে জড়াবার সাহস পাবেননা ।

No comments:

Post a Comment

loading...