ওয়েব ডেস্ক ৩রা মে ২০১৯: রাজনৈতিক মহলে এই প্রশ্নটা অনেক দিনের । প্রসঙ্গত গরম পড়লেই রাহুল গান্ধীকে আর দেখা যায়না ।
তিনি কোথায় যান কংগ্রেসের তরফ থেকে কোনো সুদুত্তরও পাওয়া যায়না । সোনিয়া গান্ধীও এমন একটা ভাব করেন যেন তিনি কিছুই জানেননা । সূত্রের খবর অনুসারে তিনি ভারতের বাইরে যান ঘুরতে । যদিও দৈনিক সংবাদ মাধ্যম ইটা যাচাই করে দেখেনি । এনিয়ে অমিত শহর বক্তব্য ২০ বছর ধরে নাকি মোদীজি একটা দিনের জন্যও ছুটি কাটাননি। অন্যদিকে কংগ্রেস সভাপতি দু’দিন অন্তর ছুটিতে চলে যান। আর তাঁর মা বলতে থাকেন, আমার ছেলে কোথায় গেল? আসল কথা দেশের মানুষের জন্য এসব নেতারা কি করছেন , ব্যাস এটাই ।
তিনি কোথায় যান কংগ্রেসের তরফ থেকে কোনো সুদুত্তরও পাওয়া যায়না । সোনিয়া গান্ধীও এমন একটা ভাব করেন যেন তিনি কিছুই জানেননা । সূত্রের খবর অনুসারে তিনি ভারতের বাইরে যান ঘুরতে । যদিও দৈনিক সংবাদ মাধ্যম ইটা যাচাই করে দেখেনি । এনিয়ে অমিত শহর বক্তব্য ২০ বছর ধরে নাকি মোদীজি একটা দিনের জন্যও ছুটি কাটাননি। অন্যদিকে কংগ্রেস সভাপতি দু’দিন অন্তর ছুটিতে চলে যান। আর তাঁর মা বলতে থাকেন, আমার ছেলে কোথায় গেল? আসল কথা দেশের মানুষের জন্য এসব নেতারা কি করছেন , ব্যাস এটাই ।
No comments:
Post a Comment