ওয়েব ডেস্ক ৬ই মে ২০১৯:কেন্দ্রীয় বাহিনী আসার পর বিজেপি আস্ফালন বেড়েছে অনেক গুনই।
তারা ভাবতে শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পত্তি , তাই যা খুশি তাই করতে পারেন । মারামারি , ধস্তাধস্তি এগুলো তো আগেই ছিল এবার নিষ্ক্রিয় কেন্দ্রীয় বাহিনীর সামনেই ছাপ্পাভোটের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার বনগাঁ লোকসভা কেন্দ্রের দত্তপুকুরের পাইকপাড়া এলাকার কাসেমনগরে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা ভোট দিতে গেলে তাঁদের বুথে ঢুকতে বাধা দেয় এবং চলে যেতে নির্দেশ দেয় বিজেপি কর্মী, সমর্থকরা। কারণ সেখানে তখন ছাপ্পাভোট দেওয়া চলছিল। বাসিন্দাদের আরও অভিযোগ, বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও তাঁরা যখন ছাপ্পাভোটের অভিযোগ জানাতে যান বিজেপি বিরুদ্ধে তখন বাহিনী নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছিল। কোনও অভিযোগই শোনেনি তারা। আর সেই ফাঁকে দেদার ছাপ্পাভোট দিয়ে যায় বিজেপি কর্মী, সমর্থকরা। একই অভিযোগ করেছেন তৃণমূল কর্মী, সমর্থকরাও। ছাপ্পাভোটের ব্যাপার অস্বীকার করেছে বিজেপি। পুরো ঘটনার অভিযোগ জানাবেন তারা বলে জানিয়েছে তৃণমূল।তাহলে এখন থেকে সিদ্ধান্তে আসাই যায় , কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে । তাই নয় কি ?
তারা ভাবতে শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পত্তি , তাই যা খুশি তাই করতে পারেন । মারামারি , ধস্তাধস্তি এগুলো তো আগেই ছিল এবার নিষ্ক্রিয় কেন্দ্রীয় বাহিনীর সামনেই ছাপ্পাভোটের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার বনগাঁ লোকসভা কেন্দ্রের দত্তপুকুরের পাইকপাড়া এলাকার কাসেমনগরে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা ভোট দিতে গেলে তাঁদের বুথে ঢুকতে বাধা দেয় এবং চলে যেতে নির্দেশ দেয় বিজেপি কর্মী, সমর্থকরা। কারণ সেখানে তখন ছাপ্পাভোট দেওয়া চলছিল। বাসিন্দাদের আরও অভিযোগ, বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও তাঁরা যখন ছাপ্পাভোটের অভিযোগ জানাতে যান বিজেপি বিরুদ্ধে তখন বাহিনী নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছিল। কোনও অভিযোগই শোনেনি তারা। আর সেই ফাঁকে দেদার ছাপ্পাভোট দিয়ে যায় বিজেপি কর্মী, সমর্থকরা। একই অভিযোগ করেছেন তৃণমূল কর্মী, সমর্থকরাও। ছাপ্পাভোটের ব্যাপার অস্বীকার করেছে বিজেপি। পুরো ঘটনার অভিযোগ জানাবেন তারা বলে জানিয়েছে তৃণমূল।তাহলে এখন থেকে সিদ্ধান্তে আসাই যায় , কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে । তাই নয় কি ?
No comments:
Post a comment