ওয়েব ডেস্ক ৯ই মে ২০১৯: কৃষকরা কখনই স্কুলের বাচ্চা নয় , যে ক্লাসের দিদিমুনি তাদের মুখ থেকে যেই কথাটা শুনতে চাইবে তারা সেই কথাটাই বলবে । হয়তো এই সহজ কথাটাই বিজেপির ১২ ক্লাস পাস মন্ত্রী স্মৃতি ইরানি বুঝতে পারেননি । আর বুঝতে পারেননি বলেই ভোপালে কৃষকদের সামনে তার নাক কাটা গেল । প্রসঙ্গত ষষ্ঠ দফায় যে যে কেন্দ্রে ভোট হবে, তার মধ্যে অন্যতম ভোপাল। যেখানে কংগ্রেসে দিগ্বিজয় সিংয়ের মুখোমুখি বিজেপির সাধ্বী প্রজ্ঞা। আর নিজের কেন্দ্রে ভোট হয়ে গেলেও সাধ্বী প্রজ্ঞার প্রচারে এসেছিলেন স্মৃতি।
কিন্তু সেখানে এসে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের সমালোচনা করতে গিয়ে নিজেই বিপাকে পড়লেন। গত বুধবার ভোপাল থেকে ২০০ কিলোমিটার দূরে অশোকনগরে একটি জনসভায় বক্তৃতা রাখছিলেন স্মৃতি। আর সেখানেই উপস্থিত জনগণকে তিনি জিজ্ঞাসা করেন, ‘কংগ্রেস কৃষকদের ঋণ মকুবের কথা বলেছিল, সেই ঋণ কী মকুব হয়েছে?’ স্মৃতি হয়ত আশা করেছিলেন, সবাই ‘না’ বলবে। আর তিনি সেই ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ শানাবেন। কিন্তু তাঁকে চমকে দিয়ে উপস্থিত জনতা জানিয়ে দেয়, ‘হ্যাঁ, ঋণমকুব হয়েছে।’ এতেই যেন বিড়াম্বনায় পড়েন স্মৃতি। তবে এতে বিরোধীরা হাতে একটা অস্ত্র পেয়েছে মনে করে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে দেয় , এতে আরও বিড়ম্বনায় বিজেপি ।
কিন্তু সেখানে এসে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের সমালোচনা করতে গিয়ে নিজেই বিপাকে পড়লেন। গত বুধবার ভোপাল থেকে ২০০ কিলোমিটার দূরে অশোকনগরে একটি জনসভায় বক্তৃতা রাখছিলেন স্মৃতি। আর সেখানেই উপস্থিত জনগণকে তিনি জিজ্ঞাসা করেন, ‘কংগ্রেস কৃষকদের ঋণ মকুবের কথা বলেছিল, সেই ঋণ কী মকুব হয়েছে?’ স্মৃতি হয়ত আশা করেছিলেন, সবাই ‘না’ বলবে। আর তিনি সেই ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ শানাবেন। কিন্তু তাঁকে চমকে দিয়ে উপস্থিত জনতা জানিয়ে দেয়, ‘হ্যাঁ, ঋণমকুব হয়েছে।’ এতেই যেন বিড়াম্বনায় পড়েন স্মৃতি। তবে এতে বিরোধীরা হাতে একটা অস্ত্র পেয়েছে মনে করে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে দেয় , এতে আরও বিড়ম্বনায় বিজেপি ।
No comments:
Post a comment