ওয়েব ডেস্ক ২২শে জুন ২০১৯: সিপিএম এমনি একটা দল যাদের কুকীর্তি কখনোই প্রকাশ্যে আসতনা। অবশ্যই ক্ষমতায় থাকাকালীন । এবার তারা সারা ভারতের কোনো জায়গাতেই ক্ষমতায় নেই শুধুমাত্র কেরল ছাড়া , সেখানেও কবে আছে কবে নেইএর মতো ব্যাপার । তবে এরই মধ্যে কেরালা সিপিএম এর রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণর ছেলেকে ধর্ষণের অভিযোগে আটক করেছে মুম্বই পুলিশ। বিনয় কোডিয়ারির বিরুদ্ধে মুম্বইয়ের এক থানায় ধর্ষণ এবং প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় গণমাধ্যমে খবর ছড়িয়েছে, ছেলের বিরুদ্ধে এ হেন অভিযোগ ওঠায় দলপ্রধানের পদ থেকে পদত্যাগ করতে চেয়েছেন কোডিয়ারি বালকৃষ্ণ। আনুষ্ঠানিক ভাবে এখনও সে খবরের সত্যতা সুনিশ্চিত করা হয়নি।
সিপিএম এর রাজ্য এবং জাতীয় স্তরের নেতৃত্ব যদিও স্পষ্টই জানিয়েছেন কেরালার সিপিএম সম্পাদকের পদত্যাগ তাঁরা দাবি করছেন না, কারণ তিনি ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগে ছেলেকে আড়াল করতে চাইছেন না। এই অবস্থায় তাঁর পদত্যাগ দলকে আরও দুরবল করে দিতে পারে বলে আশঙ্কায় রয়েছেন সিপিআইএম নেতৃত্ব। এই মুহূর্তে কেরালাতেই একমাত্র একটি লোকসভা আসনে জয়ী হয়েছে সিপি(আই)এম।এরই নাম সিপিএম , যারা জানে কি ভাবে একটা অত্যন্ত সঙ্গিন ব্যাপারকেও লঘু করে আনতে হয় । এই করেই তো পশ্চিমবাংলাটা রসাতলে নিয়ে
গেছে বলে অভিযোগ অনেকের ।
সিপিএম এর রাজ্য এবং জাতীয় স্তরের নেতৃত্ব যদিও স্পষ্টই জানিয়েছেন কেরালার সিপিএম সম্পাদকের পদত্যাগ তাঁরা দাবি করছেন না, কারণ তিনি ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগে ছেলেকে আড়াল করতে চাইছেন না। এই অবস্থায় তাঁর পদত্যাগ দলকে আরও দুরবল করে দিতে পারে বলে আশঙ্কায় রয়েছেন সিপিআইএম নেতৃত্ব। এই মুহূর্তে কেরালাতেই একমাত্র একটি লোকসভা আসনে জয়ী হয়েছে সিপি(আই)এম।এরই নাম সিপিএম , যারা জানে কি ভাবে একটা অত্যন্ত সঙ্গিন ব্যাপারকেও লঘু করে আনতে হয় । এই করেই তো পশ্চিমবাংলাটা রসাতলে নিয়ে
গেছে বলে অভিযোগ অনেকের ।
No comments:
Post a comment