Monday, 17 June 2019

অডিও টেপে দেখা যাচ্ছে ভারতী ঘোষের অঙ্গুলি হিলনে এন আর এসে এতো বড় আন্দোলন , দিলীপ বললেন সব ভিত্তিহীন

ওয়েব ডেস্ক ১৭ই  জুন ২০১৯: অনেক দিন ধরে মানুষ বুঝতে পারছিলো , এন আর এসের এই ধর্মঘটের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি বা একাধিক ব্যক্তি আছে , কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিলোনা । এবার যেই প্রমান যাওয়া গেল তার হয়তো সিলমোহর সর্বোচ্চ আদালতের কাছ থেকে আসেনি কিন্তু যা রটে তা কিছুটা তো বটেই । প্রসঙ্গত এই আন্দোলনের ফলে রাজ‍্যে বিনা চিকিৎসায় মৃত্যু মিছিল শুরু হয়েছে। রাজ‍্যের চিকিৎসা ব‍্যবস্থা ভয়াবহ আকার ধারণ করে। ফলে মুখ‍্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠক করার জন্য ডেকে পাঠান। কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি, তারা নবান্নে বৈঠকে যাবেন না। প্রকাশ‍্যে বৈঠকে বসবেন।
এর পরেই স‍্যোশাল মিডিয়ায় ঘুরে বেড়ায় একটি অডিও বার্তা। সেখানে শোনা যাচ্ছে বিজেপি নেত্রী ভারতী ঘোষ জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার জন‍্য নির্দেশ দিচ্ছেন। ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন আন্দোলনকারীরা৷ ভারতীর ভাইরাল অডিও বার্তা এবং জুনিয়র চিকিৎসদের অবস্থানের মধ্যে রয়েছে হাজারও মিল৷ যদিও বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের দাবি, ভারতীর অডিও বার্তার কোনও সত্যতা নেই৷ তবে প্রশ্ন উঠছে ভারতীই কি আন্দোলনের রূপরেখা স্থির করছেন? এ বিষয়ে ভারতী ঘোষের কাছ থেকে কোনো প্রতি ক্রিয়া পাওয়া যায়নি । 

No comments:

Post a Comment

loading...