ওয়েব ডেস্ক ১২ই জুন ২০১৯: দিলীপ ঘোষ কোনো কালেই বিতর্কিত মন্তব্য ছাড়া কিছুই করেননি , এটা ওনার অভ্যেসে পরিণত হয়েছে , কোনো সময় পুলিশকে পেটানোর নিদান শোনানো , তো কখনো লাশ ফেলে দেওয়ার নিদান শোনানো , কিছু না কিছু চলেছেই ।
কিন্তু এখন তিনি এমন কিছু কথা বলছেন যা ভয়াবহ আকার নিতে পারে , তাই ওনার সংযত থাকাটাই উচিত বলে মনে করেন বিদ্যজনেদের একাংশের ।প্রসঙ্গত বুধবার বিজেপির রাজ্য সভাপতির দাবি, খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার অধিকারে আইনে বাইরে গিয়ে আইনশৃঙ্খলাকে বিপন্ন করছে একটি বিশেষ সম্প্রদায়। দিলীপ ঘোষের নিশানায় কারা তা বুঝে নিতে অসুবিধা হয় না।এ ধরণের কথা বার্তা কতটা বিপদজনক হতে পারে তা হয়তো বুঝতে পারছেননা দিলীপ বাবু । তবে বাংলার রাজনীতি যে এটা নয় সেটা সবারই জানা উচিত বলে মনে করেন বিদ্যজনেদের এরকাংশ ।
কিন্তু এখন তিনি এমন কিছু কথা বলছেন যা ভয়াবহ আকার নিতে পারে , তাই ওনার সংযত থাকাটাই উচিত বলে মনে করেন বিদ্যজনেদের একাংশের ।প্রসঙ্গত বুধবার বিজেপির রাজ্য সভাপতির দাবি, খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার অধিকারে আইনে বাইরে গিয়ে আইনশৃঙ্খলাকে বিপন্ন করছে একটি বিশেষ সম্প্রদায়। দিলীপ ঘোষের নিশানায় কারা তা বুঝে নিতে অসুবিধা হয় না।এ ধরণের কথা বার্তা কতটা বিপদজনক হতে পারে তা হয়তো বুঝতে পারছেননা দিলীপ বাবু । তবে বাংলার রাজনীতি যে এটা নয় সেটা সবারই জানা উচিত বলে মনে করেন বিদ্যজনেদের এরকাংশ ।
No comments:
Post a Comment