ওয়েব ডেস্ক ২১শে জুন ২০১৯: লোকসভা ভোটে তৃণমূলের সন্তোষজনক ফল না হওয়াতে ব্যাপক রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আশঙ্কা একটা ছিলই , যে অনেকেরই ক্ষমতা হস্তান্তর হতে পারে , তবে এতো দ্রুততার সাথে এরকম যে হতে পারে সেটা হয়তো কেউই আশা করেননি । প্রসঙ্গত এ বার উত্তর ২৪ পরগনায় দলের জেলা সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্ব কমালেন তিনি।
লোকসভা ভোটের সময় থেকেই জেলার একাধিক জায়গায় এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার স্পষ্ট প্রভাব পড়েছে ইভিএমে। জেলার ব্যারাকপুর এবং বনগাঁ লোকসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের। তার উপর গত কয়েক দিন ধরে সন্দেশখালি, বেলঘরিয়া এবং ভাটপাড়া-সহ একাধিক এলাকায় যে ভাব অশান্তির সৃষ্টি হয়েছে, তাতে মুখ পুড়ছে রাজ্য প্রশাসনের।সূত্রের খবর জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্বটা তিনি বেশ কয়েক জনের মধ্যে ভাগ করে দিলেন , যাতে আরও আন্তরিক ভাবে মানুষের সাথে জনসংযোগ ঘটানো যায়।
Friday, 21 June 2019
.png)
আরো বেশি করে মানুষের সাথে জনসংযোগ ঘটাতেই জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্ব কমালেন মুখ্যমন্ত্রী
রাজ্য
loading...
No comments:
Post a Comment