ওয়েব ডেস্ক ৫ই জুন ২০১৯: ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি ধর্ম নিরপেক্ষতা বজায় রাখা জন্য যে কতটা উদগ্রীব সেটা জানা তার টুইটেই ধরা পড়ল । মমতা লিখেছেন হিন্দুরা ত্যাগের প্রতীক, মুসলমানরা ইমানের প্রতীক। খ্রিষ্টানরা ভালোবাসার প্রতীক। আর শিখেরা প্রতীক। এ নিয়েই আমাদের ভালোবাসার দেশ তৈরি হয়েছে। আর আমরা সেটিকে রক্ষা করব, এর পরেই মমতা লেখেন, ‘হামসে যো টাকরায় গা উয়ো চুর চুর হো জায়গা'। অতি পরিচিত এই সংলাপ দিয়ে মমতা ঘুরপথে বিজেপিকে বার্তা দিতে চাইলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এমনিতেই লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক তাৎপর্য বহুগুণে বেড়েছে, এবং সেটা কি করে বাড়ল এটাই লাখ টাকার প্রশ্ন ।
প্রসঙ্গত আগামীদিনের জন্য মমতা নিজেকে প্রস্তুত করছেন । ইদের শুভেচ্ছা জানিয়ে করা টুইট থেকে সেই বার্তাই আরও একবার স্পষ্ট হল। পাশাপাশি অনেকে মনে করছেন এভাবে টুইট করে হিন্দুদেরও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জয় শ্রী রাম ধ্বনি বিতর্কে তাঁর জড়িয়ে পড়াকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের শেষ দিক থেকে তুমুল প্রচার শুরু করেছে বিজেপি। এমনিতেই মমতার বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ আনে পদ্ম শিবির। এই বিতর্কের পর সেই সুযোগ তারা আরও অনেক বেশি করে পেয়েছে। এদিন তাদেরও বার্তা দিলেন মমতা। একইসঙ্গে টুইটারে শুভেচ্ছা জানাতে গিয়ে তুলে আনলেন ইভিএমে কারচুপি প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী লেখেন, কেউ খারাপ চাইলেই খারাপ হয় না। ঈশ্বর যা চান তাই হয়। যারা যত তাড়াতাড়ি ইভিএম দখল করেছে তারা ততো তাড়াতাড়ি দেশ থেকে বিদায় নেবে। কারও নাম না করলেও মমতা যে কেন্দ্রের শাসকদলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তা বুঝতে সমস্যা হয় না।
প্রসঙ্গত আগামীদিনের জন্য মমতা নিজেকে প্রস্তুত করছেন । ইদের শুভেচ্ছা জানিয়ে করা টুইট থেকে সেই বার্তাই আরও একবার স্পষ্ট হল। পাশাপাশি অনেকে মনে করছেন এভাবে টুইট করে হিন্দুদেরও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জয় শ্রী রাম ধ্বনি বিতর্কে তাঁর জড়িয়ে পড়াকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের শেষ দিক থেকে তুমুল প্রচার শুরু করেছে বিজেপি। এমনিতেই মমতার বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ আনে পদ্ম শিবির। এই বিতর্কের পর সেই সুযোগ তারা আরও অনেক বেশি করে পেয়েছে। এদিন তাদেরও বার্তা দিলেন মমতা। একইসঙ্গে টুইটারে শুভেচ্ছা জানাতে গিয়ে তুলে আনলেন ইভিএমে কারচুপি প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী লেখেন, কেউ খারাপ চাইলেই খারাপ হয় না। ঈশ্বর যা চান তাই হয়। যারা যত তাড়াতাড়ি ইভিএম দখল করেছে তারা ততো তাড়াতাড়ি দেশ থেকে বিদায় নেবে। কারও নাম না করলেও মমতা যে কেন্দ্রের শাসকদলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তা বুঝতে সমস্যা হয় না।
No comments:
Post a Comment