ওয়েব ডেস্ক ২৩শে জুন ২০১৯: "জয় শ্রীরাম " কথাটা কারুর ব্যক্তিগত নয় । যে কেউ এটা বলতে পারে নিজের ইচ্ছেই । আর কাউকে দিয়ে জোর করে বোলানোটাও ঠিক নয় । কিন্তু মোদী সরকারের আমলে কিছু লোক এই "জয় শ্রীরাম " কথাটা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করছে । প্রসঙ্গত খোদ রাজধানী দিল্লির বুকে জয় শ্রীরাম না বলায় এক মুসলিম অত্যাচার ও নিগ্ৰহের শিকার হলেন। জোর করে তিন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মুহাম্মাদ মোমিন নামের এক মুসলিম যুবককে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করা হয়। মোমিনের অভিযোগ, সে বলতে রাজি না হলে, তার উপর অত্যাচার করা হয়। তাকে প্রচন্ড মারধর করা হয়। এমনকি গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করে ওই তিন ব্যক্তি।
মুহাম্মদ মোমিন সংবাদ মাধ্যম কে আরও জানান, শুক্রবার রাত ৮ টা নাগাদ আমি একটু বেরিয়েছিলাম। হঠ্যাৎই আমার সামনে সাদা রঙের একটা চারচাকা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ির ভিতরে যারা ছিলেন তারা আমাকে ডাকেন। আমি ভেবেছিলাম ঠিকানা জিজ্ঞাসা করার জন্য হয়তো ডাকছে। এই ভেবে আমি তাদের দিকে এগিয়ে যায়। গাড়ির কাছে যেতেই তারা আমাকে জয় শ্রীরাম বলার জন্য জোর করে। আমি তাতে রাজি না হওয়ায় তারা আমার উপর অত্যাচার শুরু করে। এমনই অভিযোগ মুহাম্মদ মোমিনের।মার্কিন এক রিপোর্টের দাবি বিজেপির আমলে মুসলিমদের উপর সবচেয়ে নিপীড়ন ও অত্যাচার বেড়েছে। তবে বিজেপি এই রিপোর্ট কে অস্বীকার করলেও এটাই সত্য। তবে অস্বীকার করলে সত্যিটা তো আর মিথ্যে হয়ে যাবেনা । এটা বিজেপি নেতৃত্বের বোঝা উচিত বলেই মনে করেন বিদ্যজনেদের একাংশ ।
মুহাম্মদ মোমিন সংবাদ মাধ্যম কে আরও জানান, শুক্রবার রাত ৮ টা নাগাদ আমি একটু বেরিয়েছিলাম। হঠ্যাৎই আমার সামনে সাদা রঙের একটা চারচাকা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ির ভিতরে যারা ছিলেন তারা আমাকে ডাকেন। আমি ভেবেছিলাম ঠিকানা জিজ্ঞাসা করার জন্য হয়তো ডাকছে। এই ভেবে আমি তাদের দিকে এগিয়ে যায়। গাড়ির কাছে যেতেই তারা আমাকে জয় শ্রীরাম বলার জন্য জোর করে। আমি তাতে রাজি না হওয়ায় তারা আমার উপর অত্যাচার শুরু করে। এমনই অভিযোগ মুহাম্মদ মোমিনের।মার্কিন এক রিপোর্টের দাবি বিজেপির আমলে মুসলিমদের উপর সবচেয়ে নিপীড়ন ও অত্যাচার বেড়েছে। তবে বিজেপি এই রিপোর্ট কে অস্বীকার করলেও এটাই সত্য। তবে অস্বীকার করলে সত্যিটা তো আর মিথ্যে হয়ে যাবেনা । এটা বিজেপি নেতৃত্বের বোঝা উচিত বলেই মনে করেন বিদ্যজনেদের একাংশ ।
No comments:
Post a comment