Saturday, 22 June 2019

আবার ধর্ষণের ঘটনা বিজেপি শাসিত উত্তরপ্রদেশে , এবার ১১ বছরের মেয়েকে ধর্ষণ করে মাথা থেতলে দেওয়া হল

ওয়েব ডেস্ক ২২শে  জুন ২০১৯: যত অপকর্ম সব উত্তরপ্রদেশে । তাহলে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হয়ে উত্তরপ্রদেশের উন্নতি কি হলো ? প্রশ্নটা উঠতেই পারে , আর উঠছেও। ধর্ষণের এতো ঘটনা ঘটছে , যে যোগী রাজ্য এখন ধর্ষণ রাজ্যে পরিণত হয়েছে । প্রসঙ্গত শুক্রবার উন্নাও জেলার সাফিপুর থানা সংলগ্ন এলাকায় ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের পর প্রমাণ লোপাট করতে ইঁট দিয়ে মাথা থেঁতলে করা হল খুন। খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সাধারণের প্রশ্ন, অভিযুক্তদের উপযুক্ত শাস্তি হচ্ছে না বলেই কি ক্রমে দেশে বাড়ছে নাবালিকা ধর্ষণের সংখ্যা?


খবর, নিজের বাড়ির বাইরের উঠোনে শুয়ে ঘুমোচ্ছিল মেয়েটি। মাঝরাতে বাবা ঘুম ভেঙে উঠে দেখেন, মেয়েটিকে ধর্ষণ এবং খুন করে ফেলে রেখে যাওয়া হয়েছে।মেয়েটির বাবার বক্তব্য, “মেয়েকে দেখতে না পেয়ে ভেবেছিলাম বোধহয় বাথরুম করতে উঠে গেছে মাঠে। অনেকক্ষণ পরেও না ফেরায় সবাই মিলে খুঁজতে বেরোলাম। কিছুটা দূর গিয়েই দেখি, উলঙ্গ অবস্থায় ঝোপের মধ্যে পড়ে আছে মেয়ে। মাথা ইঁট দিয়ে থেঁতলানো। চট করে যাতে মেয়েকে চেনা না যায় তার জন্যেই এমন নৃশংস কাজ করে গেছে খুনিরা।” এরকম যদি পরের পর ঘটনা ঘটতে থাকে তাহলে বিজেপি সরকার থাকার থেকে না থাকাটাই ওখানকার লোকেরা শ্রেয় বলে মনে করছে ।

No comments:

Post a Comment

loading...