Saturday, 22 June 2019

বিহারের শ্রীকৃষ্ণ হাসপাতাল চত্বরে মিলল হাড়গোড় , উস্কে দিল মুজাফফরনগরে ঘটনা

ওয়েব ডেস্ক ২২শে  জুন ২০১৯: "এতো কেঁচো খুঁড়তে কেউটের" মতো অবস্থা । বিজেপি শাসিত বিহার এখন জেরবার এনসেফ্যালাইটিসে আক্রান্ত , এখনো পর্যন্ত দেড়শোর ওপর শিশু মারা গিয়েছে , যার জন্য দিশে হারা অবস্থা বিজেপি শাসিত সরকারের তথা নীতিশ কুমারের । এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল । প্রসঙ্গত নসেফ্যালাইটিসে শিশুমৃত্যু নিয়ে জেরবার বিহারের মুজাফ্‌ফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল বা এসকেএমসিএইচ–এ এবার মিলল নরকরোটি এবং হাড়গোড়।
শনিবার সকালে হাসপাতালের পিছনের জঙ্গলে কয়েকশো মানুষের ভাঙা খুলি, টুকরো হওয়া হাড়গোড় এবং কিছু আধপোড়া দেহাবশেষ উদ্ধার হয়। খবর পেয়ে সেখানে পৌঁছয় তদন্তকারী দল। প্রাথমিক তদন্ত শেষে মুজাফ্‌ফরপুরের আহিয়াপুরের এসএইচও সোনাপ্রসাদ সিং জানান, ওই খুলি এবং হাড়গোড়গুলি অশনাক্ত হওয়া মানুষদের মৃতদেহের। পুরো ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বিহারের স্বাস্থ্য দপ্তর। জেলাশাসক অলোক রঞ্জন প্রশাসন এবং হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন।  চিকিৎসক বিপিন কুমার হাড়গোড় মেলার কথা স্বীকার করে বলেন, হাসপাতালের অধ্যক্ষই এব্যাপারে বিস্তারিত বলতে পারবেন। এভাবে কোনো রকমে পরিস্তিতি সামাল দিলেও পরবর্তী কালে এই নিয়ে যে বিশাল ঝড় উঠবে সেটা ভালোই জানেন চিকিৎসক বিপিন কুমার। অধ্যক্ষকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে তাকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য পাওয়া যায়নি । 

No comments:

Post a Comment

loading...