Monday, 22 July 2019

আমি নর্দমা সাফ করার জন্য নির্বাচিত হইনি:সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর

ওয়েব ডেস্ক ২২ ই জুলাই ২০১৯: আবার শিরোনামে সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর ।আর এবারও সে বিতর্কিত মন্তব্যের জন্য । যেন বিতর্কিত মন্তব্য করাটা তিনি অভ্যেসে পরিণত করেছেন । প্রসঙ্গত  নর্দমা পরিষ্কার করানোর জন্য বা শৌচাগার সাফ করানোর জন্য তাঁকে সাংসদ নির্বাচিত করা হয়নি।
এই ধরনের আলটপকা মন্তব্য করে নতুন বিতর্কে জড়িয়ে পড়েন তিনি ।একটি ভিডিও তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি বলছেন “আমি নর্দমা সাফ করার জন্য নির্বাচিত হইনি। আপনাদের শৌচাগার পরিষ্কার করার জন্য মোটেই সাংসদ নির্বাচিত হইনি। যে কাজের জন্য আমাকে নির্বাচিত করা হয়েছে, তা সততার সঙ্গে করব।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত অভিযানের’ সাফল্য নিয়ে যতই প্রচার করুক না কেন কেন্দ্র, এ দিন প্রকারান্তরে তার উলটো পথেই হাঁটলেন প্রজ্ঞা। তবে এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার আলটপকা মন্তব্য করেছেন । প্রজ্ঞা বাহ্ কি কথা । 

No comments:

Post a Comment

loading...