Thursday, 11 July 2019

ঘরের ছেলেরা ঘরেই ফিরে এলেন , কাঁচরাপাড়ার ৫ কাউন্সিলর আবার তৃণমূলে যোগ দিলেন বিজেপি ছেড়ে

ওয়েব ডেস্ক ১১ই জুলাই  ২০১৯:  লোকসভা ভোটের আগে বা পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া যে কত বোরো ভুল সিদ্ধান্ত ছিল সেটা বিজেপিতে গিয়েই টের পেয়েছেন কাঁচরাপাড়ার কয়েকজন কাউন্সিলর । বিজেপির ণ্ডএমহল যে কতটা ভয়াবহ তা তারা মুখে না বললেও সহজে অনুমেয় । অবশেষে পুরনো দলেই ফিরলেন তৃণমূলের পাঁচ কাউন্সিলর। প্রসঙ্গত বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে ফের তৃণমূলে যোগ দেন কাঁচরাপাড়া পুরসভার ওই পাঁচ কাউন্সিলর। গত ২৮ মে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন।
এই পাঁচজন ফিরে আসার ফলে কাঁচরাপাড়া পুরসভায় এখন তৃণমূল কংগ্রেসের হল মোট ১০ জন কাউন্সিলর। এদিন মুকুল রায়, শুভ্রাশু রায়, অর্জুন সিং, পবন সিং এবং অমিত শাহ্‌–এর নাম না করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কটাক্ষ, ‘‌মোটা (‌বড়)‌ ভাইয়ের কাছে নিজেদের নম্বর বাড়ানোর চেষ্টায় বাবা–ছেলে মিলে ভয় দেখিয়ে কাউন্সিলরদের বিজেপিতে যোগদান করিয়েছিল।’‌ পুরনো সহকর্মীরা দলে ফিরে আসায় স্বভাবতই খুশি ফিরহাদের মন্তব্য এবার সবাই মিলে একসঙ্গে আগামী বিধানসভা ভোটের লড়াইয়ের জন্য প্রস্ততি নিতে হবে। কাঁচরাপাড়ার আরও তিনজন কাউন্সিলর যাঁরা বিজেপিতে গিয়েছিলেন তাঁরাও ফিরে আসবেন বলে এদিন দাবি করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

No comments:

Post a Comment

loading...