Friday, 19 July 2019

নাটক অব্যাহত কর্নাটকে , আজই বোঝা যাবে কুমারস্বামী থাকবে ? না যাবে ?


ওয়েব ডেস্ক ১৯ই জুলাই  ২০১৯:  সত্যজিৎ রায়ের মাস্টারপিস সিনেমা হল "শাখা প্রশাখা " সেখানে অভিনেতা দীপঙ্কর  রায়ের একটা বিখ্যাত সংলাপ ছিল ,"নাটক জমেছে । " বর্তমান কর্ণাটকের বিধানসভার যা অবস্থা নিঃসন্দেহে যে কেউ দীপঙ্কর রায়ের এই সংলাপ আওড়াতে পারেন । প্রশ্ন উঠছে কুমারস্বামীর পক্ষে বিজেপির কূটচাল ভেদ করে নিজের সরকার কি ধরে রাখা সম্ভব ? প্রসঙ্গত আজ দুপুর দেড়টার মধ্যে বিধানসভায় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে কুমারস্বামী সরকারকে। বৃহস্পতিবারই কর্ণাটক বিধানসভায় আস্থা ভোটের কথা ছিল। কিন্তু নানা টালবাহানায় শেষ পর্যন্ত বিধানসভার অধিবেশন মুলতবি হয়ে যায়। এরপরই আসরে নামেন রাজ্যপাল বাজুভাই বালা। শুক্রবার দুপুর দেড়টার মধ্যে আস্থা ভোট করতে হবে, কুমারস্বামী ও বিধানসভার অধ্যক্ষকে চিঠি লিখে এমন নির্দেশই দেন রাজ্যপাল।
কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যপাল জানিয়েছেন, “১৫ জন সদস্য আমার সঙ্গে দেখা করে ইস্তফাপত্র দিয়েছেন…প্রাথমিকভাবে মনে হচ্ছে, আপনার সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে…বৃহস্পতিবার বিধানসভায় আস্থা ভোটের প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে। গণতান্ত্রিক কাঠামোয় এটা হতে পারে না।” কুমারস্বামীকে পাঠানো রাজ্যপালের চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে কর্ণাটকের অধ্যক্ষকেও। এর আগে আস্থা ভোট সম্পন্ন করতে অধ্যক্ষকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল।অনেকেই বুঝতে পেরেছিল আজ স্বচক্ষে মানুষ দেখতেও পারছে কেন বিজেপি নিজেদের দলীয় নেতাদের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিয়োগ করেছিল ।

No comments:

Post a Comment

loading...