Saturday, 6 July 2019

বিজেপি শাসিত বিহারের পর বিজেপি শাসিত আসামে , এনকেফালাইটিসের প্রকোপে, ৩৯টির শিশুর মৃত্যু ।

ওয়েব ডেস্ক ৬ই জুলাই  ২০১৯: বিজেপি শাসিত রাজ্যগুলিতে  স্বাস্থ্যের যে বেহাল অবস্থা , তা আবার প্রকট পেল ।  এই কিছুদিন আগেই বিজেপি শাসিত বিহারে এনকেফালাইটিসের প্রকোপে প্রায় দেড়শোর ওপর শিশুর মৃত্যু হয়েছিল এবার আসামে এনকেফালাইটিস থাবা বসাল ।খনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৩৯ জনের। আরও ২০০ জন আহত রয়েছে বলে সূত্রের খবর।
অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ” রাজ্যের প্রায় সকল জেলাতেই জাপানি এনকেফালাইটিসের হানা দেখা গিয়েছে। এই মহামারির মোকাবিলা করার জন্যই সকল ডাক্তারদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এই মহামারির ঠিকমত মোকাবিলা করতে না পারলে সারা দেশ এর প্রকোপে আসতে পারে।”

উল্লেখ্য, এর আগেও এই মহামারির শিকার হয়েছিল অসম। ২০১৫ ও ২০১৭ সালে যথাক্রমে ১৩৫ জন ও ৮৭ জন মারা গিয়েছিলেন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট থেকে জানা গেছে, প্রায় ১২।৮ লাখ রক্তের নমুনা নেওয়া হয়েছে।প্রশ্ন উঠতেই পারে কেন বিজেপি শাসিত রাজ্যেই এনকেফালাইটিসের প্রকোপ বাড়ছে ।

No comments:

Post a Comment

loading...