ওয়েব ডেস্ক ২৪ ই জুলাই ২০১৯: ২০১৪র পর থেকে গণ পিটুনির ঘটনা ক্রমাগত দেখা যাচ্ছে ভারতে । এটা এতটাই বেড়ে গেছে যে দিন কে দিন এটা ভয়াবহর আকার নিচ্ছে । আর এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন বুদ্ধিজীবিরা । ৪৯ জন বুদ্ধিজীবী সেই চিঠিতে স্বাক্ষর করেছেন এই মর্মে , যে , যারা গণপিটুনির স্বাথে যুক্ত তারা যেন যাব্বজীবন করা দ্বন্দ্ব পায়।চিঠিতে উঠে এসেছে ‘জয় শ্রী রাম’ প্রসঙ্গও। বলা হয়েছে, ‘দুঃখজনকভাবে বর্তমানে উস্কানিমূলক যুদ্ধের স্লোগানে পরিণত হয়েছে জয় শ্রী রাম যার ফলে আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এই নাম করেই বহু গণপিটুনির ঘটনা ঘটছে।’
চিঠিটিতে স্বাক্ষর রয়েছে আদুর গোপালকৃষ্ণণ, মণি রত্নম, অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনুরাগ কাশ্যপ, বিনায়ক সেন, কঙ্কনা সেনশর্মা, রেবতী, শ্যাম বেনেগাল, শুভা মুদগল, রূপম ইসলাম, অনুপম রায়, অঞ্জন দত্ত, গৌতম ঘোষ, পরমব্রত ও ঋদ্ধি সেনের মতো বিশিষ্টজনের।তবে এটাই প্রথমবার নয় , এর আগেও অনেকবার পরিস্তিতির বিচারে তারা সামনে এগিয়ে এসেছিলেন । এবার সরাসরি নরেন্দ্র মোদীকে খোলা চিঠি পাঠালেন ।
চিঠিটিতে স্বাক্ষর রয়েছে আদুর গোপালকৃষ্ণণ, মণি রত্নম, অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনুরাগ কাশ্যপ, বিনায়ক সেন, কঙ্কনা সেনশর্মা, রেবতী, শ্যাম বেনেগাল, শুভা মুদগল, রূপম ইসলাম, অনুপম রায়, অঞ্জন দত্ত, গৌতম ঘোষ, পরমব্রত ও ঋদ্ধি সেনের মতো বিশিষ্টজনের।তবে এটাই প্রথমবার নয় , এর আগেও অনেকবার পরিস্তিতির বিচারে তারা সামনে এগিয়ে এসেছিলেন । এবার সরাসরি নরেন্দ্র মোদীকে খোলা চিঠি পাঠালেন ।
No comments:
Post a Comment