ওয়েব ডেস্ক ২৬ই জুলাই ২০১৯: যে যা খুশি বলে চলেছে । মুখে যা আসছে তাই বলে দিচ্ছে , আটকাবার কেউ নেই । এখন এটাই বিজেপির নিয়ম হয়ে দাঁড়িয়েছে । ত্রিপুরার মুখ্যমন্ত্রী যেমন মুখ খুললেই খবর হয় , হাসাহাসি হয় এখন সেটাই কি রপ্ত করতে চাইছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ? সোশ্যাল মিডিয়ায় গতকাল ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখাচ্ছে উত্তরাখণ্ডের বিজেপি মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত বলছেন "পৃথিবীতে গোরুই হলো একমাত্র প্রাণী, যা অক্সিজেন গ্রহণের পাশাপাশি পরিবেশে অক্সিজেন সরবরাহ করে।"ভিডিওতে মুখ্যমন্ত্রীকে আরও বলতে দেখা গিয়েছে, গোরুকে মালিশ করলে কোনো ব্যক্তির শ্বাসকষ্টের সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যায়। যদিও চিকিৎসা শাস্ত্র অনুযায়ী, নিয়মিত দীর্ঘক্ষণ কোনো ব্যক্তি যদি কোনো পশুর কাছাকাছি থাকে, তাহলে ওই ব্যক্তির যক্ষ্মা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে।
এই মন্তব্যের পর দেশজুড়ে যখন মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে তখন মুখ্যমন্ত্রীর হয়ে সাফাই দিলেন এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিকের কথায়, "পার্বত্য অঞ্চলের লোকেদের বিশ্বাস গোরু তাঁদের অক্সিজেন দেয়। সে কথাই মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন।"তিনি দিলীপ ঘোষদের সমগোত্রীয় , মানুষ বুঝেছে এরকম ঘটনা ঘটতেই পারে । ব্যাপারটা জলভাত হয়ে গেছে বিজেপির কাছে ।
এই মন্তব্যের পর দেশজুড়ে যখন মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে তখন মুখ্যমন্ত্রীর হয়ে সাফাই দিলেন এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিকের কথায়, "পার্বত্য অঞ্চলের লোকেদের বিশ্বাস গোরু তাঁদের অক্সিজেন দেয়। সে কথাই মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন।"তিনি দিলীপ ঘোষদের সমগোত্রীয় , মানুষ বুঝেছে এরকম ঘটনা ঘটতেই পারে । ব্যাপারটা জলভাত হয়ে গেছে বিজেপির কাছে ।
No comments:
Post a comment