Saturday, 27 July 2019

খাস রাজধানীর বুকে চোর সন্দেহে নাবালককে পিটিয়ে খুন

ওয়েব ডেস্ক ২৭ই জুলাই ২০১৯: দেশে বাড়ছে মব লিন্চিংয়ের মতো ঘটনা, আর তাই চিন্তিত হয়েই বিদ্বজনদের একাংশ চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে , সেই প্রয়াসের তীব্রতাকে কমিয়ে আনার জন্য পাল্টা চিঠি দেন বিজেপি সমর্থক বিদ্যজনেরা । কিন্তু যেসব বিদ্বজনেরা গণপিটুনির ব্যাপারে মোদীজিকে চিঠি লিখেছিল তারা যে ভুল ছিলনা সেটা আবার প্রমাণিত হল । প্রসঙ্গত ১৪ বছরের একটি ছেলেকে চোর সন্দেহে পিটিয়ে মারা হল খাস দিল্লির বুকে , ঢিল ছোড়া দূরত্ব প্রধানমন্ত্রীর কার্য্যালয় থেকে ।
জানা গিয়েছে, শুক্রবার সকালে মুকেশ নামে ঘটনায় অন্যতম অভিযুক্তের বাড়িতে ঢোকে ওই নাবালক। তখনই তাকে ধরে ফেলে মুকেশ। চোর সন্দেহে ওই নাবালককে আটকে আশপাশের প্রতিবেশিদের খবর দেয়। কেন ওই বাড়িতে ঢুকেছিল সে?‌ আদৌ চোর কি না?‌ এ সমস্ত কিছু না ভেবেই একটি ঘরে আটকে বেধড়ক মারধর করা হয় ওই নাবালককে। শেষপর্যন্ত মারের চোটে অজ্ঞান হয়ে পড়লে পুলিসে খবর দেওয়া হয়। এরপর পুলিস এসে ওই নাবালককে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিস। ঘটনায় জড়িত থাকায় মুকেশ–সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।নিহতের বাবা মার আর্তনাদ এখন আর গ্রেফতার করে কি হবে, তার ছেলে তো আর ফিরে আসবেনা ।তবে তারা একান্ত ভাবে চান দোষীরা সেটি পাক ।

No comments:

Post a Comment

loading...