ওয়েব ডেস্ক ২১ই জুলাই ২০১৯:বিজেপির গুন্ডামি তৃণমূল যে মুখ বুজে সহ্য করবেনা সেই বার্তায় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে । এমন অনেক জায়গাই আছে যেখানে থেকে তৃণমূলের কর্মীরা ২১শে জুলাই সমাবেশে বিজেপির গুন্ডামির জন্য আসতে পারেনি । প্রসঙ্গত রবিবার সকালে বাঁকুড়া থেকে আসা তৃণমূলকর্মীদের হুগলির গুড়াপের কাছে দু’নম্বর জাতীয় সড়কের উপর মারধর করে বিজেপিকর্মীরা। প্রথমে বাস এবং গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে তারা। এর জেরে গাড়িগুলি দাঁড়িয়ে পড়লে সেখান থেকে টেনে নামিয়ে তৃণমূলকর্মীদের মারধর এবং গাড়ি ভাঙচুর করা হয়। প্রতিবাদে পথ অবরোধ করেন তৃণমূলকর্মীরা।
পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা। শনিবার বাঁকুড়ার সোনামুখীর বাগচীবাঁধেও একইভাবে তৃণমূলকর্মীদের সঙ্গে প্রথমে বচসা এবং তারপর ছয়টি বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির দিকে।আর এই জন্যই সেই সব জায়গায় সোমবার পাল্টা মিছিল করবে তৃণমূল। প্রত্যাশা মতোই সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।শনিবার বাঁকুড়ার ওন্দায় উস্কানিমূলক মন্তব্যের জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় এফআইআর করেছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জবাবে দিলীপ হুমকি দেন, ‘এফআইআর যখন করেছে তখন গন্ডগোল করবই। রেল, বাস সব বন্ধ করে দেব।’ দিলীপের সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় রবিবার মমতার সতর্কবার্তা, ‘বিজেপির নেতারা আমাদের কর্মীকে বাস থেকে টেনে নামিয়ে মারধর করেছে। তৈরি থাকুন, আগামী দিন মিটিং, মিছিল করবেন তো, এর পাল্টা যদি আমাদের লোকেরা দেয়, মানুষ দেয় রুখতে পারবেন তো?’
কোনো মোটেই বিজেপিকে মমতা এক চুলও জমি ছড়াবেননা সেটা আবার প্রমাণিত ।
পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা। শনিবার বাঁকুড়ার সোনামুখীর বাগচীবাঁধেও একইভাবে তৃণমূলকর্মীদের সঙ্গে প্রথমে বচসা এবং তারপর ছয়টি বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির দিকে।আর এই জন্যই সেই সব জায়গায় সোমবার পাল্টা মিছিল করবে তৃণমূল। প্রত্যাশা মতোই সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।শনিবার বাঁকুড়ার ওন্দায় উস্কানিমূলক মন্তব্যের জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় এফআইআর করেছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জবাবে দিলীপ হুমকি দেন, ‘এফআইআর যখন করেছে তখন গন্ডগোল করবই। রেল, বাস সব বন্ধ করে দেব।’ দিলীপের সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় রবিবার মমতার সতর্কবার্তা, ‘বিজেপির নেতারা আমাদের কর্মীকে বাস থেকে টেনে নামিয়ে মারধর করেছে। তৈরি থাকুন, আগামী দিন মিটিং, মিছিল করবেন তো, এর পাল্টা যদি আমাদের লোকেরা দেয়, মানুষ দেয় রুখতে পারবেন তো?’
কোনো মোটেই বিজেপিকে মমতা এক চুলও জমি ছড়াবেননা সেটা আবার প্রমাণিত ।
No comments:
Post a comment