ওয়েব ডেস্ক ২৬ই জুলাই ২০১৯: বিগত বাম সরকারের আমলে যেই আন্দোলন করে কোনো কিছুই পাওয়া যেত না , সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একটা অনশন অনেক কিছুই পাইয়ে দিতে পারে । জ্যোতিবাবুর আমলে মানুষ কেঁদে কেঁদে মোর যেত তবুও নিজের ন্যায্য পাওয়া আদায় করতে পারতোনা , কিন্তু মমতা অনেক দয়াময়ী , এবং অবশেষে শিক্ষকদের বেতন বৃদ্ধি করলেন । প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে অনশন মঞ্চে হাজির হয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার অনশন মঞ্চে উপস্থিত হয়ে আন্দোলন তুলে নিতে প্রাথমিক শিক্ষকদের অনুরোধ করেন। সেখানে তিনি জানান, প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে। একই সঙ্গে আন্দোলনকারীদের অন্য একটি দাবি, অর্থাৎ ১৪ জন শিক্ষকের বদলি ঘিরে এই আন্দোলন, তাও নিয়ম মেনেই হবে বলে জানান তিনি। কিন্তু তাতেও সিদ্ধান্ত বদল করেননি আন্দোলনকারীরা।
গত বৃহস্পতিবারেও প্রাথমিক শিক্ষকদের একটি সংগঠনের অনুষ্ঠানে নজরুল মঞ্চে উপস্থিত হয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ৩,২০০ টাকা করার প্রস্তাব জমা পড়েছে। তবে সেটিকে ৩,৬০০ টাকা করার চেষ্টা চলছে। মন্ত্রীর সেই আশ্বাসেও আন্দোলনকারীদের ভোলানো যায়নি। উঠে এসেছে গ্রেড পে ৪,২০০ টাকা করার দাবি। একই সঙ্গে লিখিত আশ্বাসের দাবিও।
গত বৃহস্পতিবারেও প্রাথমিক শিক্ষকদের একটি সংগঠনের অনুষ্ঠানে নজরুল মঞ্চে উপস্থিত হয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ৩,২০০ টাকা করার প্রস্তাব জমা পড়েছে। তবে সেটিকে ৩,৬০০ টাকা করার চেষ্টা চলছে। মন্ত্রীর সেই আশ্বাসেও আন্দোলনকারীদের ভোলানো যায়নি। উঠে এসেছে গ্রেড পে ৪,২০০ টাকা করার দাবি। একই সঙ্গে লিখিত আশ্বাসের দাবিও।
No comments:
Post a comment