Friday, 23 August 2019

১২ টি গরুর মৃত্যু হল বিজেপি কর্মীর গোশালায় , গোরক্ষ বাহিনী চুপ

ওয়েব ডেস্ক ২৩ই অগাস্ট  ২০১৯ :বিজেপি সরকারে আসার পর গোরক্ষ বাহিনীর দাপাদাপিতে মানুষের জীবন নাজেহাল । নাজেহাল এই কারণে , গোরক্ষ বাহিনী আইন নিজের হাতে নিয়ে নিচ্ছে বলে , যদিও কারুরই অধিকার নেই আইন নিজের হাতে তুলে নেওয়ার । আর গরুর প্রতি ভালোবাসা এতো ভালো কথা , যেকোন মানুষই তা থাকতে পারে , তাই বলে আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই ঠিক নয় । এবার একজন বিজেপির কর্মীর গোশালায় এক ডজন গরু মৃত্যুর খবর এলো ।
আর এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে । সূত্রের খবর অনুসারে  বরুন আগারওয়াল নামক এক প্রভাবশালী ব্যক্তির গোশালায় এরকম ঘটনা ঘটে । প্রসঙ্গত  অম্বা রাম নামে এক ব্যক্তি নিজের হারিয়ে যাওয়া গরুর সন্ধানে বরুন বাবুর গোশালায় যান ।সেখানে যদিও তিনি তার নিজের গরু খুঁজে পান ওই গোশালার থেকে কিন্তু বেশ কয়েকটা গরুকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পান ।  এছাড়া কয়েকটি গরুর কঙ্কালেরও দেখা মেলে সেখানে। এরপরই ওই ব্যক্তি এলাকার মিউনিসিপ্যাল কর্পোরেশনে গোটা বিষয়টি জানান। ঘটনাস্থলে যান আধিকারিকরা। সেখানে বেশ কয়েকটি গরুকে তাঁরা উদ্ধারও করেন। সূত্রের খবর অনুসারে অনেকগুলো গরুকে এক সাথে রাখার ফলেই এই অবস্থা । তবে প্রশ্ন উঠছে এতো গুলো গরু মোর যাওয়াতে গোরক্ষ বাহিনী কি প্রতিক্রিয়া জানাবে ? যদিও এখন পর্যন্ত তারা মুখে কুলুপ এতে বসে আছেন ।

No comments:

Post a Comment

loading...