Wednesday, 21 August 2019

হাফিজ সঈদের মামলার সাথে নাম জুড়ে দেওয়ার ভয় দেখিয়ে ২ কোটি টাকা চেয়েছিলো এন আই এর ৩ আধিকারিক , পরিণাম বদলি

ওয়েব ডেস্ক ২১ই অগাস্ট  ২০১৯ : এনআইএ নিয়ে অমিত শাহ্দের গর্ব এবার দর্পচূর্ণতে পরিণত হলো । আমেরিকার যদি এফ বি আই থাকে তাহলে ভারতেরও এনআইএ আছে , আর এই অহং বোধটা কি থাকবে বিজেপি নেতাদের ? প্রসঙ্গত ঘুষ চাওয়ার অভিযোগে এনআইয়ের তিনজন আধিকারিককে বদলি করা হল। মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে অর্থ জোগানো নিয়ে একটি মামলার তদন্ত করছে এনআইএ।
সেই মামলায় নাম জড়ানো হবে বলে হুমকি দিয়ে দিল্লির এক ব্যবসায়ীর থেকে দু’কোটি টাকা ঘুষ চেয়েছিলেন ওই তিন আধিকারিক। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে একজন ডিআইজি পদমর্যাদার আধিকারিকের অধীনে ওই তিন আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অন্তর্বর্তী সময়ে এঁদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এনআইএ সূত্রে জানানো হয়েছে। বদলি হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন একজন পুলিস সুপার। তিনি সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে যুক্ত ছিলেন। বাকি দু’জন অধস্তন পুলিস আধিকারিক। এঁরা জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবা প্রধান হাফিজ সইদ পরিচালিত ফালা-ই-ইনসানিয়ত ফাউন্ডেশন নিয়ে তদন্ত করছিলেন। এখন প্রশ্ন উঠছে , রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সাধারণ মানুষের মনে ভারতের বিচার ব্যবস্থার ওপর কোনো আস্থা থাকবে কি ?

No comments:

Post a Comment

loading...