ওয়েব ডেস্ক ৩১শে অগাস্ট ২০১৯:নাগরিক পঞ্জী নিয়ে যাচ্ছেতাই কান্ড ঘটছে আসামে ।স্বনামধন্য লোকেরা যারা ভারতের সন্মান বলে পরিচিত তাদের এববং তাদের পরিবারের লোকের নাম নাগরিক পঞ্জির তালিকার থেকে বাদ গেছে ।এটা হাস্যকর বললেও কম বলা হয় ।প্রসঙ্গত
দেশের পঞ্চম রাষ্ট্রপতি প্রয়াত ফখরুদ্দিন আলি অহমেদের পরিবারের সদস্যদের নাম পড়েছে শনিবার সকালে প্রকাশিত এনআরসি থেকে।
নাগরিকপঞ্জির তৈরি করার দায়িত্বপ্রাপ্ত সংস্থার তরফে দাবি করা হয়েছে, “খসড়া তালিকায় নাম বাদ থাকা সত্ত্বেও যাঁরা নিজেদের পক্ষে কোনো তথ্য পেশ করতে পারেননি তাঁদের নাম বাদ পড়েছে এই তালিকা থেকে”। ফখরুদ্দিনের ভাই একরামুদ্দিনের ছেলে জিয়াউদ্দিন দাবি করেছেন, তাঁরা নিয়ম মতোই যাবতীয় তথ্য পেশ করেছিলেন। তবুও তাঁদের নাম বাদ পড়েছে তালিকা থেকে। নেটিজেনদের অভিমত শুধু মাত্র হয়রানির উদ্দেশ্যেই এরকম করা হচ্ছে । আদেও কি তাই ? না নেটিজেনদের মূল্যায়নটাই সত্যি ।
দেশের পঞ্চম রাষ্ট্রপতি প্রয়াত ফখরুদ্দিন আলি অহমেদের পরিবারের সদস্যদের নাম পড়েছে শনিবার সকালে প্রকাশিত এনআরসি থেকে।
নাগরিকপঞ্জির তৈরি করার দায়িত্বপ্রাপ্ত সংস্থার তরফে দাবি করা হয়েছে, “খসড়া তালিকায় নাম বাদ থাকা সত্ত্বেও যাঁরা নিজেদের পক্ষে কোনো তথ্য পেশ করতে পারেননি তাঁদের নাম বাদ পড়েছে এই তালিকা থেকে”। ফখরুদ্দিনের ভাই একরামুদ্দিনের ছেলে জিয়াউদ্দিন দাবি করেছেন, তাঁরা নিয়ম মতোই যাবতীয় তথ্য পেশ করেছিলেন। তবুও তাঁদের নাম বাদ পড়েছে তালিকা থেকে। নেটিজেনদের অভিমত শুধু মাত্র হয়রানির উদ্দেশ্যেই এরকম করা হচ্ছে । আদেও কি তাই ? না নেটিজেনদের মূল্যায়নটাই সত্যি ।
No comments:
Post a comment