Sunday, 18 August 2019

নেতাজির রহস্য মানুষের সামনে আসুক দাবি জানালেন মমতা

ওয়েব ডেস্ক ১৮ই অগাস্ট  ২০১৯: বিলুপ্ত ফরওয়ার্ড ব্লক যখন জ্যোতি বাবুর সাথে ছিল তখন তার মুখ থেকে একবারও বলাতে পারেনি নেতাজি সুভাষ চন্দ্র বোসের আসল ঘটনাটা মানুষের সামনে আসুক । জ্যোতি বাবুর ব্যক্তিত্বই এমন ছিল যে তিনি খুব একটা কারুর সাথে কথা বলতেননা । হয়তো তার কাছে সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধান রহস্যটাও গুরুত্ব হীন বলে মনে হয়েছিল । বাংলার মুখ্যমন্ত্রী এবার নেতাজির আসল ঘটনা সবার সামনে আসুক এই দাবি তুললেন , যা নিঃসন্দেহে সবার সমর্থন থাকবে । এ দিনে এক টুইট বার্তায় তৃণমূল সুপ্রিমো মমতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর নিখোঁজের প্রসঙ্গে বলেন, ১৯৪৫ সালে ১৮ আগস্ট তাইওয়ানের তাইহোকু বিমাবন্দর থেকে একটি ফ্লাইটে ওঠেন নেতাজি। এরপর থেকেই তিনি নিখোঁজ। আমরা আজও জানিনা তার সঙ্গে কি হয়েছিল। কিংবদন্তি এ নেতার কি হয়েছিল তা জানার অধিকার মানুষের আছে।
উল্লেখ্য, আজ পর্যন্ত বিভিন্ন সংবাদমাদ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাইহোকু বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ওঠার পর সে ফ্লাইটটি বিধ্বস্ত হলে নেতাজির মৃত্যু হয়। আবার অনেক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটটি বিধ্বস্ত হলেও বেঁচে ছিলেন নেতাজি। তবে এরপর থেকে তিনি আর জনসম্মুখে আসেননি। মূলত, নেতাজির নিখোঁজ রহস্য উদঘাটনে একাধিকবার বিভিন্ন কমিশন গঠন করেছিল ভারতীয় কর্তৃপক্ষ। ১৯৫৬ সালে শাহ নাওয়াজ কমিটি, ১৯৭০ সালে খোসলা কমিটি ও ২০০৫ সালে মুখার্জি কমিশন গঠন করা হয়েছিল নেতাজির নিখোঁজ রহস্য উন্মোচনে। তবে কোনো কমিটি মানুষের আকাঙ্খা মেটাতে পারেনি । 

No comments:

Post a Comment

loading...