Sunday, 11 August 2019

দার্জিলিং পশ্চিমবাংলার অবিচ্ছেদ্য অঙ্গ , ভুলে গেছেন অমিত শাহ ?

ওয়েব ডেস্ক ১১ই অগাস্ট  ২০১৯: জম্মু কাশ্মীর যেমন ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ , সেরকম দার্জিলিংটাও পশ্চিমবাংলার অবিচ্ছেদ্য অঙ্গ , সেটা কি অমিত শাহ ভুলে গেছেন ? তার মতো লোকের কাছে এটা কাম্য নয় , একটি ভুল চিত্তির উত্তরে তিনি যে ভুল শব্দটাই ব্যবহার করতে পারেন সেটা অতি সক্রিয় বিজেপি কর্মীও হয়তো বিশ্বাস করবেননা । কিন্তু ঘটনাটা সত্যি আর এটাই ঘটেছে । প্রসঙ্গত  দার্জিলিংকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। সেই চিঠিতে রাজু দার্জিলিংকে ‘গোর্খাল্যান্ড’ উল্লেখ করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই চিঠির প্রত্যুত্তর দিতে গিয়ে ব্যবহার করলেন ‘গোর্খাল্যান্ড’ শব্দটিকেই। সোশ্যাল মিডিয়ায় সেই চিঠির ছবি পোস্ট হতেই শুরু হয় তোলপাড়।
চিঠিতে রাজু দার্জিলিংকে ‘গোর্খাল্যান্ড’ উল্লেখ করে লিখেছেন, “দার্জিলিংয়ে দীর্ঘ দিন ধরে পুলিশি অত্যাচার চলছে। অত্যাচার করছে রাজ্য পুলিশ। দার্জিলিংয়ের দায়িত্ব দিল্লি পুলিশকে দেওয়া হোক”।রাজু যে চিঠি পাঠিয়েছিল তার প্রাপ্তি স্বীকার করে স্বরাষ্ট্র মন্ত্রক । কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারাও এতো বড় ভুলটা হল কি করে । প্রশ্ন উঠছে । 

No comments:

Post a Comment

loading...