Friday, 23 August 2019

৭০ লক্ষ টাকা জালিয়াতি কাণ্ডে আরও এক মুকুল রায়ের ঘনিষ্ট পুলিশের জালে

ওয়েব ডেস্ক ২৩ই অগাস্ট  ২০১৯ :কেঁচো খুঁড়তে গেলে কেউটের খোঁজই মেলে । এবার মুকুল রায়ের ঘনিষ্ট বাবান ঘোষকে জেরা করে মুকুল রায়ের আর এক ঘনিষ্ঠের নাম পাওয়া গেল যিনি ৭০ লক্ষ টাকা জালিয়াতের সাথে সরাসরি যুক্ত । গত মঙ্গলবার বাবান ঘোষকে জেরা করার পর সাদ্দামের নাম উঠে আসে , আর তার পর টোরি ঘড়ি তাকে বাবুঘাটের থেকে গ্রেফতার করা হয় ।
উল্লেখ্য, রেলের স্থায়ী কমিটির সদস্যপদ পাইয়ে দেওয়ার জন্য দফায় দফায় ৭০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে। অভিযোগ, তাঁর হয়ে এই টাকা তুলেছেন দক্ষিণ কলকাতার প্রভাবশালী বিজেপি নেতা বাবান ঘোষ। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল বাবানকে।পুলিশ দাবি করেছে , বাবান ঘোষ যেমন সাদ্দামের কথা পুলিশকে জানিয়েছেন তেমনি ৭০ লক্ষ টাকার জালিয়াতি মেনে নিয়েছেন।   এই বাবান ঘোষই হলেন মজদুর ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি, আর বলি পারে চালু হওয়া বিজেপি সংগঠনেরও সভাপতি। অমিত শাহেরা মনে করতেই পারেন মুকুল কাদের বিজেপিতে ঢোকাচ্ছে ।

No comments:

Post a Comment

loading...