Saturday, 10 August 2019

এবার নিজের পুত্রবধূকে ধর্ষণ করলেন বিজেপি বিধায়ক

ওয়েব ডেস্ক ১০ই অগাস্ট  ২০১৯: শ্বশুর মশাই একজন বধূর  কাছে নিজের বাবার মতন । যে বাবা নিজের সন্তানকে সব কিছুর থেকে রক্ষা করে থাকেন । যে বাবা হাজার বিপদ নিজের বুকে নিয়ে নেন তবুও তার সন্তানের কোনো ক্ষতি হতে দেননা । সেই বাবা বা শ্বশুরমশাই যদি নিজের পুত্র বধূকে ধর্ষণ করে তাহলে এর থেকে নোংরা জিনিস আর কি হতে পারে ?
আমরা দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যের কথা শুনেছি , কুলদীপ সিং সেঙ্গারের নোংরা কথা শুনেছি , হয়তো বাকি ছিল একজন বিজেপি বিধায়ক হয়ে নিজের পুত্রবধূকে ধর্ষণ করার ঘটনা আজ সেটাও হয়ে গেল ।নির্যাতিতা হলেন বিজেপির প্রাক্তন বিধায়ক মনোজ শোকিনের পুত্র বধূ । তিনি অভিযোগ করেছেন গত ৩১শে ডিসেম্বরের রাত্রে রাত দেড়টা নাগাদ তার  শ্বশুরমশায় মনোজ শোকিন তাকে  দরজা খুলতে বলেন। তিনি বলেন, আমার(পুত্র বধূর) সঙ্গে তাঁর জরুরি কথা রয়েছে। ঘরে ঢোকার পরই প্রাক্তন বিজেপি বিধায়ক  অসংলগ্নভাবে ছুঁতে শুরু করেন তার পুত্রবধূকে । তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, তাই তার পুত্রবধূ  তাঁকে নিজের ঘরে গিয়ে শুতে বলেন । তখন তিনি বন্দুক বের করে পুত্রবধূর  ভাইকে মেরে ফেলার হুমকি দেন, এই হুমকি দিয়েই তিনি তার পুত্র বধূকে ধর্ষণ করেন ।

No comments:

Post a Comment

loading...