Sunday, 11 August 2019

বিজেপির পাখির চোখ এবার ধর্মান্তরকরণ বিরোধী আইন

ওয়েব ডেস্ক ১১ই অগাস্ট  ২০১৯: বিরোধীরা পর্যাপ্ত পরিমানে না থাকলে শাসক দলের রমরমা । তারা নিজেদের ইচ্ছে মতো বিল পাস্ করিয়ে নিয়ে যেতে পারে । অতীতে পশ্চিমবাংলায় বামফ্রন্ট যেই সুবিধেটা পেয়েছিল , বিনা বাধাই যা খুশি তাই করেছেন জ্যোতিবাবুরা , এবার বিজেপিরই যেন সেই সময় এসেছে , বিনা বাধায় বিল পাশ করিয়ে নিয়ে যাচ্ছেন তারা । তবে জ্যোতিবাবুরা যেরকম স্রেফ নিজেদের স্বার্থে ইংরেজি তুলে দিয়েছিল , এখানে বিজেপি দেশের স্বার্থে ৩৭০ আর ৩৫এ তুলে দিল , তফাৎ শুধু এটাই । এবার বিজেপির পাখির চোখ ধর্মান্তরকরণ বিরোধী আইন।
 সংসদের শীতকালীন অধিবেশনে বিলটি আনার তোর জোড় শুরু হয়েছে  । সরকারের শীর্ষ সূত্র আজ জানিয়েছে , এখনও গায়ের জোরে , প্রলোভন দেখিয়ে ধর্মান্তরণ ভেতরে ভেতরে চলছে । আদিবাসী অধ্যুষিত এলাকায় যার সংখ্যা খুবই  বেশি। বিজেপির নেতাদের একাংশের দাবি, ভালবাসার নামেও পরিকল্পিত ভাবে হিন্দু মেয়েদের ধর্ম পরিবর্তন করা হচ্ছে। সেটাকেই ‘লাভ জেহাদ’ বলছেন এক বিশেষ সম্প্রদায়ের লোকজন । যদিও বিরোধীদের একাংশ দাবি করেছেন একজন প্রাপ্ত বয়স্ক লোক কোন ধর্মে বিয়ে করবে আর কোন ধর্মে বিয়ে করবেনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার , সেটা ঠিক , কিন্তু জোড় জবরদস্তি যদি কোনো হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করা হয় তাহলে সেটা তো অবৈধ , আর এর জন্যই তো আইনটি আনা হচ্ছে । এ বিষয়ে বিরোধীদের আর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি । বিজেপি জানাচ্ছে ১৯৫১ শাল থেকে আস্তে আস্তে হিন্দুদের সংখ্যা কমছে ভারতে , যেটা ছিল ৯০ শতাংশ , সেটা এখন এসে দাঁড়িয়েছে সত্তরের ঘরে । তাদের তারা মনে করে এই আইনটা জরুরি ।

No comments:

Post a Comment

loading...