ওয়েব ডেস্ক ৩০শে অগাস্ট ২০১৯: ভারতের জি ডি পি , অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট , ফের পড়ল । এরকম যে হবেই তার আঁচ পাওয়া গিয়েছিল অনেক আগেই , তবুও তার সঠিক পদক্ষেপ কেন্দ্র গ্রহণ করতে পুরোপুরি ব্যর্থ । চলতি ২০১৯-২০২০ অর্থ বর্ষে জি ডি পি সব থেকে নিচে নেমেছে । যা প্রকট করল দেশের উৎপাদন শিল্প ও দেশের সংকট । শুক্রবার রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর। চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) ডিজিপি বৃদ্ধির হার নেমে এসেছে ৫ শতাংশে। এক বছর আগে এই হার ছিল ৮।২। অন্য দিকে গত ২০১৮-১৯ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে এই হার ছিল ৫।৮ শতাংশ।
দেশের উৎপাদন শিল্প এবং কৃষিক্ষেত্রের বৃদ্ধির হারে সংকটের ছবি স্পষ্ট হয়েছে এই রিপোর্টে। দেখা গিয়েছে কৃষিবৃদ্ধির হার ৫।৮ শতাংশ থেকে কমে ২ শতাংশ। অন্য দিকে উৎপাদন শিল্পে বৃদ্ধির হার ১২।১ শতাংশ থেকে কমে ঠেকেছে ।৬২ শতাংশে। নির্মাণ শিল্পে গত ২০১৮-১৯ সালে যেখানে বৃদ্ধির হার ছিল ৯।৬ শতাংশ, সেখানে এ বার বৃদ্ধির হার ৫।৭ শতাংশ।সব মিলিয়ে ভারতের অবস্থা শোচনীয় , বিজেপির আমলে একদমই দেশ এগোয়নি বোজা যাচ্ছে ।

No comments:
Post a Comment