Wednesday, 21 August 2019

পি চিদাম্বারানের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল কেন্দ্র

ওয়েব ডেস্ক ২১ই অগাস্ট  ২০১৯ : পি চিদাম্বরম  এক জন নাম করা অর্থনীতিবিদ । দেশের অর্থমন্ত্রক তিনি সামলেছেন অতীতে যদিও ভারতের বিশেষ কোনো সুবিধে কোনো দিনও করতে পারেনি । উপরোন্ত কংগ্রেস আমলের পূর্বের অর্থমন্ত্রী প্রণব মুখার্জীরও সমালোচনা করতে ভোলেননি । যাই হোক এবার চিদাম্বরম সাহেব নিজেই বিপদে ।প্রসঙ্গত ২০০৭ সালে আইএনএক্স মিডিয়ায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমোদনে বেনিয়ম ও অর্থ তছরুপের মামালায় গ্রেপ্তারি এড়াতে তাঁর আগাম জামিনের আবেদন মঙ্গলবার খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।
তার পর তাঁর আইনজীবী কপিল সিবাল সুপ্রিম কোর্টে পৌঁছে গেলেও এদিন শুনানির ব্যবস্থা করতে পারেননি। তার খানিক পরেই জোরবাগে চিদম্বরমের বাড়িতে পৌঁছোয় সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌–এর আধিকারিকরা। সে সময় বাড়িতে ছিলেন না তিনি। এই দুই তদন্তকারী সংস্থাই তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে চায়।চিবাম্বারামকে অনেকবার হাই কোর্ট উপস্থিত হাতে বলেছিল , আর প্রতিবারই চিদাম্বরম অনুপস্থিত থেকেছেন , তাই হাই কোর্ট এবার বেশ কড়া অবস্থান নেন চিদাম্বরানের বিরুদ্ধে । দিল্লি হাই কোর্ট তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ার সাথে সাথে শোরগোল পরে যায় সাড়া দেশে ।বিচারপতি সুনীল গৌড় জানিয়ে দেন, তদন্তকারী সংস্থাগুলির দেওয়া তথ্য অনুযায়ী চিদম্বরমই এই মামলার ‘‌কিং পিন’‌ হতে পারেন। এখন যা অবস্থা পি চিবাম্বারাম পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে খবর । 

No comments:

Post a Comment

loading...