Friday, 2 August 2019

সঞ্চালক মুসলিম বলে নিজের চোখ ঢেকে রাখলেন হিন্দু সংগঠনের নেতা , ভাবা যায় !

ওয়েব ডেস্ক ২রা অগাস্ট  ২০১৯: জোম্যাটো নিয়ে তোলপাড় সারা দেশেই । একজন খাবার ডেলিভারি বয় ছিল মুসলিম তাই এক গ্রাহক তার হাত থেকে খাবার নিতে অস্বীকার করেন , যা ভীষণ ভাবে অন্যায় । এই নিয়েই একটা অনুষ্ঠান করার কথা ছিল নিউস ২৪ সংস্থার ।
তারা আমন্ত্রণ জানিয়েছিলেন অজয় গৌতম , হ্যায় দক্ষিণ পন্থী অজয় গৌতম যিনি  ‘‌হাম হিন্দু’‌–র স্রষ্টা । এই অজয় গৌতমই ২০১৫তে একটা একটা সংস্থা তৈরি করেছিলেন 'সম্পূর্ণ স্বরাজ সম্পূর্ণ হিন্দু রাষ্ট্র '। সেই অজয় গৌতম নিউস ২৪ এর অনুষ্ঠানে আসার পর যখনি জানতে পারেন সঞ্চালক একজন মুসলিম তখনি সে তার নিজের মুখ হাত দিয়ে ঢেকে দেন । বলেন তিনি ওই সঞ্চালকের মুখই তিনি দেখবেননা । তার এহেন কীর্তিতে সবারই হতভম্বের মতো অবস্থা ।শেষে নিউস ২৪ এর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা আর কোনো দিন অজয় গৌতমকে তাদের কোনো অনুষ্ঠানে ডাকবেনা ।

No comments:

Post a Comment

loading...