Thursday, 8 August 2019

বেফাঁস মন্তব্য করে আবার বিতর্কে জড়ালেন কংগ্রেসের অধীর

ওয়েব ডেস্ক ৮ই অগাস্ট  ২০১৯: অধীরবাবুর মতো একজন দুঁদে রাজনৈতিক ব্যক্তির কাছে এটা মোটেও কাম্য নয় । তিনি যে একের পর এক আত্মঘাতী গোল করেই চলেছেন যা নিয়ে বীতশ্রদ্ধ কংগ্রেসের অন্দর মহল । প্রসঙ্গত এ দিন সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে অধীর বলেন, “লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি কাশ্মীরিদের উদ্দেশে বুলেট ব্যবহার করবেন না। তাঁদের আলিঙ্গন করে কাছে টানবেন। কিন্তু কাশ্মীর এখন কনসেনট্রেশন ক্যাম্পের মতো হয়ে গিয়েছে”।
একই সঙ্গে তিনি বলেন, “সেখানে (জম্মু ও কাশ্মীরে) মোবাইল বা ইন্টারনেট সংযোগ নেই। নিরাপত্তা বাহিনীর জোরালো উপস্থিতি সত্ত্বেও অমরনাথ তীর্থযাত্রা সংকুচিত করা হয়েছে। এ সব কী হচ্ছে সেখানে”? গত মঙ্গলবারও তিনি বেফাঁস বন্তব্যঃ করে বসেন সংসদে দাঁড়িয়ে যার জন্য সোনিয়া গান্ধীকেও অপ্রস্তুত হতে হয় । তিনি বলেন ১৯৪৮ সাল থেকে কাশ্মীরকে নজরে রেখেছে রাষ্ট্রপুঞ্জ। তা হলে এটা অভ্যন্তরীণ ব্যাপার হয় কী করে ? আমরা সিমলা চুক্তি এবং লাহোর ঘোষণায় সই করেছিলাম, সেটা কী অভ্যন্তরীণ বিষয় ছিল, নাকি দ্বিপাক্ষিক? জম্মু-কাশ্মীর কি তা হলে অভ্যন্তরীণ বিষয় হতে পারে? আমরা জানতে চাই। পুরো কংগ্রেস পার্টি সেটা জানতে চায়।তিনি নিজেই যে বেকায়দায় ফেললেন দলকে সেটা তিনি বুঝেছেন কি না জানানেই , তবে এটা সত্যি দল বেকায়দায় ।

No comments:

Post a Comment

loading...