Sunday, 25 August 2019

সংখ্যাগরিষ্ট হিন্দু বলে , হিন্দুদের কথাই শোনা হবে :বিজেপি নেতা

ওয়েব ডেস্ক ২৫ শে অগাস্ট  ২০১৯: দেশটা যে ধর্ম নিরপেক্ষ সেটাই বোধয় ভুলে গেছেন বিজেপি নেতা চন্দ্রকান্ত পাটিল। তিনি মোদীজির ভাষণটাও হয়তো শোনেননি , যেখানে মোদীজি বলেছিলেন 'এই দেশ না হিন্দুদের না মুসলমানদের , এই দেশ হিন্দুস্তানীদের ' অর্থাৎ ভারতীয়দের জন্য । যদি এই ভাসন্ত শ্রীযুক্ত চন্দ্রকান্ত পাটিল শুনতেন তাহলে হয়তো তিনি এরকম মন্তব্য করবার আগে দশবার ভাবতেন । এক অনুষ্ঠানে তিনি বলেন “দেশ সেভাবেই চলবে, যেভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা চাইবে। তাঁরা যদি মনে করে দুপুর ১২টার সময়েই গণেশের যাত্রাপালা দেখবে তাহলে তখনই সেটা দেখানো হবে”।
 বিরোধীরা এর তীব্র বিরোধ করেছে , তিনি যে সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছেন সেই বিষয়েও বিরোধীরা সোচ্চার। ইচ্ছাকৃতভাবে তিনি পরিস্থিতি অস্থির করে তুলতে চাইছেন বলে সরব বিরোধীরা।এই প্রথম নয়, গত সপ্তাহেও বিতর্কে জড়িয়েছিলেন চন্দ্রকান্ত পাতিল। অভিযোগ বন্যাবিধ্বস্ত মহারাষ্ট্রের জলচিত্র খতিয়ে দেখতে গিয়ে দুর্গত মানুষের উপরই ক্ষোভ উগরে দেন তিনি। ত্রাণের আরজি জানানোয় দুর্গতদের ধমক দিতে শোনা যায় তাঁকে। এই ঘটনার পরেও মহারাষ্ট্র সরকারকে তুলোধনা করেন বিরোধিরা।কিন্তু কোনোভাবেই চন্দ্রকান্ত পাটিল দমবার পাত্র নন তিনি যা মনে করেন তাই বলে দেন , হয়তো এখনো প্রধানমন্ত্রীর ফোনটা তার কাছে আসেনি :

No comments:

Post a Comment

loading...