Wednesday, 7 August 2019

আর সমস্যা রইলনা , এবার কাশ্মীরি সুন্দরীদের বিয়ে করা যেতেই পারে , বক্তব্য বিজেপি বিধায়কের

ওয়েব ডেস্ক ৭ই অগাস্ট  ২০১৯: বিজেপি কাদের  টিকিট দেয়, দিলীপ ঘোষ থেকে কুলদীপ সিংহ সেঙ্গার , যে যার নিজের কথা বলে এসেছেন , এবার উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক বিক্রম সিংহ সাইনির  ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা যাচ্ছে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার উদযাপন অনুষ্ঠানে মুজফফরনগরের কাটাউলি এলাকার বিধায়ক  বলছেন “কর্মীরা খুবই উত্তেজিত এবং যারা অবিবাহিত তারা তো এবার ওখানে বিয়েও করতে পারবে।
এখন আর কোনও সমস্যা নেই। এর আগে ওখানে মহিলাদের উপর অত্যাচার হত। যদি ওখানকার কোনও মেয়ে উত্তরপ্রদেশের কোনও ছেলেকে বিয়ে করত তাহলে নাগরিকত্ব বাতিল হয়ে যেত। ভারত ও কাশ্মীরের নাগরিকত্ব আলাদা ছিল। আর এখানকার মুলসিম মহিলাদেরও আনন্দ করা উচিত। ওখানে বিয়ে করুন। ফরসা কাশ্মীরি মেয়েদের। আনন্দ করা উচিত। সবার আনন্দ করা উচিত, সে হিন্দু হোক কি মুসলিম। এ নিয়ে সারা দেশের আনন্দ করা উচিত।” প্রত্যাশা মতোই নিন্দার ঝড় উঠেছে সবত্রই । যদিও বামেদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি । আর পাওয়া যাবেই বা কি করে , ইটা তো বিজেপি , কংগ্রেস তো নয় যে সব কিছুই মুখ বুজে সহ্য করবে । 

No comments:

Post a Comment

loading...