Wednesday, 7 August 2019

৩৭০ রদ করতে গিয়ে যে কেন্দ্রীয় সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে, বুঝিয়ে দিল এপিডিআর

ওয়েব ডেস্ক ৭ই অগাস্ট  ২০১৯: ৩৭০ ধারা রদ নিয়ে কেন্দ্র সরকার সারা দেশের মানুষের যতই ভালোবাসা পাক কিন্তু মানবধকার সংগঠন এপিডিআর এর কাছে যে একদম গ্রহণ যোগ্য হয়নি সেটা কোনোরকম রাখঢাক না করেই জানিয়ে দিল  ।
ওই সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। মানবাধিকার সংগঠনটি বলছে, বহু জল্পনার পর জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের অভিসন্ধি আজ প্রকাশ পেল। সংবিধানের ৩৭০ ও ৩৫-এ ধরাগুলি বাতিল করে একইসাথে কেন্দ্রীয় সরকার সংবিধানের সঙ্গে, কাশ্মীরীদের সঙ্গে এবং মানবিধাকারের স্বীকৃতি নীতিগুলির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। এই পদক্ষেপ যেমন হঠকারী তেমনি ভয়ানক ভুল। কাশ্মীর কিভাবে আর ‘ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ রইল সে প্রশ্নও উঠলো।” এপিডিআর এর যেটা খারাপ লেগেছে তা হল , যেই ভাবে কেন্দ্রীয় সরকার ইন্টারনেট , মোবাইল পরিষেবা বন্ধ রেখে এসব করেছে সেটা দৃষ্টি কটু  তাদের কাছে ।

No comments:

Post a Comment

loading...