Friday, 23 August 2019

এবার নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানও মেনে নিলেন ৭০ বছরেও কোনোদিন এরকম আর্থিক সংকটে দেশ পড়েনি

ওয়েব ডেস্ক ২৩ই অগাস্ট  ২০১৯ :ভারতের আর্থিক অবস্থা যে সংকট জনক এতো দিন বিরোধীরা বলে আসছিল , এবার সেই কথাটাই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের মুখে শোনা গেল । ৭০ বছরেও ভারতের এতো খারাপ অবস্থা যে কোনোদিন হয়নি সেটাও মেনে নিলেন তিনি । তিনি বলেন , ‘‌তীব্র আর্থিক সমস্যার সামনে ভারতীয় অর্থনীতি। গত ৭০ বছরে এরকম ভয়াবহ আর্থিক সংকটে পড়েনি সরকার।
বাজার এমনই আন্দোলিত হয়ে রয়েছে যে কেউ কাউকে বিশ্বাসই করছে না। আস্থার ঘাটতি তৈরি হয়েছে। এমন নয় এটা শুধু সরকার ও বেসরকারি ক্ষেত্রের মধ্যে হয়েছে। প্রাইভেট সেক্টরেও কেউ কাউকে কোনও রকম আর্থিক সাহায্য করতে চাইছে না।’‌ রাজীব কুমার আরও বলেন, এই পরিস্থিতি তৈরি হয়েছে নোট বাতিল, জিএসটি এবং আইবিসির পরেই। এগুলোর আগে বাজারে ১০, ২০, ৩০, ৩৫ শতাংশ নগদ অর্থ থাকত, যা কিনা আর্থিক সংকটকে দূরে সরাতে সাহায্য করত। কিন্তু নোট বাতিল বা জিএসটির পর তার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। এদিকে, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের এই স্বীকারোক্তির পরেই বিরোধীদের অভিযোগ সত্যি বলে মনে অর্থনৈতিক মহল। ফলে আবারও যে মুখ পুড়ল মোদি সরকারের, সেকথাও বলাই যায়। এই মুখ পড়াটা আদেও কি গম্ভীর ভাবে নেবে অমিত শাহেরা ? প্রশ্ন এটাই ।

No comments:

Post a Comment

loading...