Friday, 23 August 2019

কচুয়ার আহতদের ৫০ হাজার টাকা আর গুরুতর আহতদের ক্ষেত্রে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মমতার

ওয়েব ডেস্ক ২৩ই অগাস্ট  ২০১৯ :উন্নয়ন কে না চায় , কিন্তু উন্নয়নের পথে হাটতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই তার মানবিকতার মুখটা ফিরিয়ে নেননি । বিগত দিনে বিরোধী আসনে যখন ছিলেন , তখন যেমন মানবিক ছিলেন , আজ মুখ্যমন্ত্রী হয়েও একই রকম আছেন । প্রতিবছর কচুয়া ও চাকলায় জন্মাষ্টমীর সময় একাধিক লোকের সমাগম হয় , আর এবারও হয়েছিল । আর সেই সমাগমেই পদপৃষ্ট হয়ে ৬ জনের প্রাণ গেলো । খবর পাওয়া মাত্র শুক্রবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের দেখতে ন্যাশনাল মেডিকেল কলেজ উপস্থিত হন ।

সেখানে মৃতদের পরিবর্জনদের  আর্থিক সাহায্যের আশ্বাস দেন । সেখানে তিনি বলেন,'‘খুবই মর্মান্তিক ঘটনা। ‌সব মৃত্যুই কষ্টের। সাহায্য করে হয়ত সেই কষ্ট দূর করা সম্ভব নয়। তবে সরকারের পক্ষ থেকে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা, গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।’‌ তিনি আরও বলেন, ‘‌এবারে প্রচুর দর্শনার্থী কচুয়ায় গিয়েছিলেন। আর দুর্ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। আর সেসময় আশেপাশের অস্থায়ী দোকানে অনেকে আশ্রয় নেয়। তখনই কয়েকটি দোকান ভেঙে পড়ে। উল্টোদিকে পুকুর, তারমধ্যে জায়গাটি ছোট হওয়ায় ওই জায়গা থেকে অনেকেই বেরোতে পারেনি। ফলে দুর্ঘটনা ঘটে। খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা। ইতিমধ্যে ওই এলাকায় স্থানীয় নেতাদের যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’‌‌ খুব জানতে ইচ্ছে হয় জ্যোতিবসু কোনোদিন কোনো আহতদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ?

No comments:

Post a Comment

loading...