Saturday, 3 August 2019

সাত মাওবাদী খতম ছত্তিশগড়ের , যেরকম কথা সেরকম কাজ অমিতের

ওয়েব ডেস্ক ৩রা অগাস্ট  ২০১৯: লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহ চ্যালেঞ্জ ছুড়েছিলেন আতঙ্কবাদের বিরুদ্ধে । সেখানে 'জিরো টলারেন্স ' নিয়ে সওয়ালও করেছিলেন , তাই যেরকম কথা সে রকম কাজ । ছত্তিশগড়ে ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ডের সঙ্গে সংঘর্ষে ৭ জন মাওবাদী নিকেশ হয়েছে । ঘটনাটি ঘটেছে শনিবার ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলার বাগনদী থানা এলাকার সীতাগোটার জঙ্গলে।
ছত্তিশগড়ের মাওবাদী দমন শাখার ডিআইজি সুন্দররাজ পি সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার সকাল ছয়টা নাগাদ মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছি ডিআরজি–র একটি দল। সীতাগোটার জঙ্গলের কাছাকাছি জওয়ানরা আসতেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। তৎক্ষণাৎ পাল্টা জবাব দেয় বাহিনী। দীর্ঘ কয়েকঘণ্টা পর গুলির লড়াইয়ের পক নিকেশ হয় ওই মাওবাদীরা। ছত্তিশগড়ের ডিজি ডিএম অবস্তী এখবর জানিয়ে বলেছেন, এপর্যন্ত সাতটি মৃতদেহই উদ্ধার হয়েছে। আরও কোনও মাওবাদী লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখতে জঙ্গল এবং সংলগ্ন অঞ্চলজুড়ে এখনও চিরুনি তল্লাশি চালাচ্ছে বাহিনী। ঘটনাস্থল থেকে একটি একে–৪৭ রাইফেল সহ প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।

No comments:

Post a Comment

loading...