Wednesday, 14 August 2019

৪ বারের ভাঙ্গড়ের সিপিএমের বিধায়ক বাদল মজুমদার আজ শয্যাশায়ী, সিপিএমের লোকেরা হাওয়া, আছেন শুধু আরাবুল

ওয়েব ডেস্ক ১৪ই অগাস্ট  ২০১৯: বাদল জমাদারের কথা মনে আছে ? হ্যায়, বাদল জমাদার, যিনি পালাবদলের দিনেও যখন একের পর এক সিপিএম নেতারা তৃণমূলের কাছে ধরাশায়ী , সেই সময়েও ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে হারিয়ে নিজের খুঁটিটা ধরে রেখেছিলেন ।   আলোড়ন ফেলেছিলেন সারা বাংলায় । এবার তিনি শয্যাশায়ী , কেউ তাকে দেখার নেই , যেই মানুষটি প্রতিকূল অবস্থাতেও নিজের চোয়াল সব সময় শক্ত রেখেছিলেন , সিপিএম দলটার জন্য যান প্রাণ এক করে দিয়েছিলেন , আজ তার এই অবস্থায় সিপিএমের কোনো নেতাও  তার খোঁজও রাখেননা ।
 আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু কথা মনে পরে গেল ' সিপিএম করলে কিছু হয় ?', উত্তরটা একবার দেখে নেওয়া যাক সাধারণ মানুষের । 'নিশ্চই হয়' , ভিখারি হতে হয় । কেননা পার্টিটা এমন ব্রেইনওয়াশ করে যেখানে একজন নিজের বাড়ির গাছ পর্যন্ত বিক্রি করে দিয়ে সিপিএমের পার্টিতে ঢালে , মানুষকে বোকা বানানো আন্দোলনের জন্য । হয়তো সেরকমই কোনো কাজ করেছিলেন সিপিএমের এই প্রাক্তন  বিধায়ক বাদল জমাদার তাই আজ তার এই হাল । সিপিএমের কোনো নেতারাও আজ তার দিকে ফিরে তাকাননা। আর্থিক সাহায্য করা তো দূরের কথা । ঠিক এই সময় তার কাছে এলেন তৃণমূলের নেতা আরাবুল ইসলাম , যিনি একবার বাদল বাবুর হাতে পরাজিত হয়েছিলেন । তিনি বাদল বাবুকে সাহায্যের হাত বাড়িয়ে দেন । এও আশ্বাস দেন তার চিকিৎসা যেন ঠিক ভাবে হয় তার জন্য । সাধে কি আর মানুষ বলে ' সিপিএম করলে কিছু হয় ?'

No comments:

Post a Comment

loading...